ভোলাগঞ্জ সীমান্ত হাট পরিদর্শনে ভারতের সহকারী হাই কমিশনার শ্রী এল কৃষ্ণমূর্তি – ডিসেম্বরে হাট চালুর নির্দেশ

34
ভোলাগঞ্জে সীমান্ত হাট পরিদর্শন করছেন করছেন ভারতীয় সহকারী হাইকমিশনার এল কৃষ্ণমূর্তি।

কোম্পানীগঞ্জ থেকে সংবাদদাতা :
ভারতের সহকারী হাই-কমিশনার শ্রী এল কৃষ্ণমূর্তি মঙ্গলবার (৬ আগষ্ট) বিকেলে সিলেটের সীমান্তবর্তী কোম্পনীগঞ্জের ভোলাগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তহাট পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে দু’দেশের প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে বর্ডার হাটের নির্মাণকাজের অগ্রগতি নিয়ে মতবিনিময় করেছেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন ভারতের প্রতিনিধিদলের পক্ষে নির্বাহী ম্যাজিষ্ট্রেট যে এম উমদা, শ্রী এ ম সাইলেম, শ্রী এস মাজুয়া, শ্রী ভারত রায়, সান্তি এ দলচার, শ্রী এ শাওয়ান, শ্রী এফ কামদভ, শ্রী ডব্লিউ তারিক, শ্রী এস কে গেরিরি, শ্রী এম খান, এল বি রাম, ডি ডি নংমেলিক প্রমুখ। বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যজিষ্ট্রেট মোহাম্মদ আবুল কালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী, উপজেলা চেয়ারম্যান শামীম আহমেদ, নির্বাহী ম্যজিষ্ট্রেট সুরাইয়া ফেরদৌস, অফিসার ইন চার্জ তাজুল ইসলাম, পশ্চিম ইসলামপুর ইউপি চেয়ারম্যান শাহ জামাল উদ্দিন, ইউপি সদস্য দুলা মিয়া, সুবেদার আবুল হাশেম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল হোসেন, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ শাহাব উদ্দিন, চুনাপাথর ব্যবসায়ী নোমান আহমদ, সিরাজ মিয়া, আব্দুল বশির, উত্তরপূর্ব প্রতিনিধি কবির আহমেদ প্রমুখ।
মতবিনিময়কালে ভারতের সহকারী হাইকমিশনার শ্রী এল কৃষ্ণমূর্তি দুদেশের প্রতিনিধিদলকে আগামী ডিসেম্বরের মধ্যে ভোলাগঞ্জ সীমান্তহাটটি চালুর নির্দেশ প্রদান করেন। তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশ সীমান্ত হাট দু’দেশের মধ্যে একটি সীমান্ত বাণিজ্য বাজার। স্থানীয় বাজারের মাধ্যমে স্থানীয় উৎপাদনের বিপণন, প্রচলন, পদ্ধতি প্রতিষ্ঠা করা এ দু’দেশের সীমান্তবর্তী দূরবর্তী অঞ্চলে বসবাসরত লোকদের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে উভয় দেশের সীমান্ত এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্ত হাট চালু করা হচ্ছে।