ষ্টাফ রিপোর্টার :
টানা ২ দিনের গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। ভ্যাপসা গরমের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন নগরবাসি। গতকাল মঙ্গলবার দুপুর ৩টা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৭ ডিগ্রি সেলসিয়াস। তবে আশার খবর শুনিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার থেকেই বৃষ্টি নামবে বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের পরিচালক আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর ৩টা পর্যন্ত সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি। এই তাপমাত্রা মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই কমতে শুরু করবে এবং রাতেই বৃষ্টি নামবে। আজ বুধবার এবং পরদিন বৃহস্পতিবার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি আগামী ১৬ তারিখ পর্যন্ত চলবে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা যায়।
সিলেট আবহাওয়া অফিসের পরিচালক আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, সন্ধ্যার পর থেকেই তাপমাত্রা কমতে থাকবে। রাত থেকেই কিছু বৃষ্টি নামবে। আগামী ১৬ তারিখ পর্যন্ত সিলেটে বৃষ্টি থাকবে। তবে অবিরাম বৃষ্টি হবে না কিছুটা বিরতি দিয়ে বৃষ্টি চলমান থাকবে।