আজ হবিগঞ্জে আসছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

18

ছনি চৌধুরী হবিগঞ্জ থেকে :
শনিবার হবিগঞ্জে শহর রক্ষা বাঁধ, কামড়াপুর,মাছুলিয়া এলাকায় নদী ভাঙন পরিস্থিতি, বাস্তবায়িত জরুরি কাজ পরিদর্শন ও নবীগঞ্জ উপজেলার বন্যা কবলিত এলাকা ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের চলমান কাজ পরিদর্শনে আসছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতি-মন্ত্রী জাহিদ ফারুক এমপি।
(২০ জুলাই) শনিবার সকাল ৮টায় হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ, কামড়াপুর,মাছুলিয়া এলাকায় নদী ভাঙন পরিস্থিতি, বাস্তবায়িত জরুরি কাজ ও সকাল ১১টায় নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নে কুশিয়ারা নদীর তীরবর্তী বন্যায় কবলিত গ্রাম ও পারকুলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের চলমান কাজ পরিদর্শন করবেন মন্ত্রী।
এর আগে সিলেট মৌলভীবাজার, হবিগঞ্জ জেলায় ২ দিনের সফরে শুক্রবার (১৯জুলাই) দুপুর দেড়টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকা থেকে সিলেট ওসমানী বিমান বন্দরের এসে পৌঁছান মন্ত্রী। পরে সিলেট সার্কিট হাউসে বিশ্রামের পর দুপুর আড়াইটায় মৌলভীবাজারের উদ্দেশ্যে মন্ত্রী সড়ক পথে রওয়ানা হন। মৌলভীবাজার পৌঁছে সেখানে বন্যার পরিস্থিতি, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও ঝুকিপূর্ণ বাঁধ মেরামতের কাজ পরিদর্শন করেন মন্ত্রী। পরে বিকেল সাড়ে ৪টায় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতি-মন্ত্রী জাহিদ ফারুক এমপি সড়ক পথে হবিগঞ্জের উদ্দেশ্য রওয়ানা হন। সন্ধ্যা ৭টায় হবিগঞ্জে এসে পৌঁছান। হবিগঞ্জ সার্কিট হাউসে রাত্রিযাপন করেন মন্ত্রী।
পরে শনিবার (২০ জুলাই) সকাল ৮টায় হবিগঞ্জে শহর রক্ষা বাঁধ, কামড়াপুর,মাছুলিয়া এলাকায় নদী ভাঙন পরিস্থিতি, বাস্তবায়িত জরুরি কাজ পরিদর্শন করার কথা রয়েছে। পরে সকাল ১১টায় হবিগঞ্জে নবীগঞ্জ উপজেলা বন্যা কবলিত এলাকা ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের চলমান কাজ পরিদর্শন করারও কথা রয়েছে।
দুপুর ২টায় ওসমানী নগর, সিলেট সদর, জকিগঞ্জ, বিয়ানীবাজারে বন্যা কবলিত এলাকা ও চলমান কাজ পরিদর্শন করবেন মন্ত্রী। রাত সাড়ে ৮টায় সিলেট ওসমানী বিমান বন্দর থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন মন্ত্রী। গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে প্রতিমন্ত্রীর একান্ত সচিব নুর আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।