সাবেকুন নাহার রোদ
হাতছানির ডাকে ছুটে গিয়েছিলাম
সেই অচেনা সৌন্দর্যের পথে- ঘাটে
পথের দু’ধার আমায়
আলিঙ্গন করেছিল
যারা আমায় আওভান করেছিল
সেই পাহাড়, সেই ঝরনা
আমার হৃদয় ভরা চুমুতে
তারা সিক্ত হয়েছে
বারবার আমায় ডাকে
টেনে নিয়ে যায় দুর –
তেপান্তরের সীমানায়
নীলাচলের ঢেউ খেলানো যাত্রায়
এই আমি গৃহত্যাগী নীলাঞ্জনা
হারিয়ে যাই চা-পাতাদের ভিড়ে
প্রকৃতির ছোয়া আমায়
আদর দিয়ে সম্ভাষণ জানায় মিশে যেতে বলে এই –
বাংলার সৌন্দর্যের গহীনে পলাতক আমি ভুলে যাই
পায়ে বাঁধা শেকলের কথা
নিজ ঘরের কথা
ফিরবো যদি তবে সৌন্দর্যের পেয়ালায়
চুমুক দিয়ে তৃপ্ত সুখের- অবগাহনে ভাসতে ভাসতে।