সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
এবারের এইচ এস সি পরীক্ষায় ফলাফলের দিক দিয়ে শত ভাগ পাস করে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশের একমাত্র এতিম অসহায় মেয়েদের আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ ফিমেইল একাডেমী। ফলাফল পর্যালেচান করে দেখা যায়, বাংলাদেশ ফিমেইল একাডেমী ১০০ ভাগ, বিবিয়ানা কলেজে ৯৯.২৫ ভাগ, সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজ ৭৫.৫৭, দিরাই সরকারি কলেজ ৭৩.১৫ ভাগ, জগদল মহাবিদ্যালয় ৬৫ ভাগ ফলাফল অর্জন করেছে।
গতবার বিবিয়ানা কলেজটি উপজেলার মধ্য সবচেয়ে ভালো ফলাফল করলে এবার করেছে বাংলাদেশ ফিমেইল একাডেমী। বাংলাদেশ ফিমেইল একাডেমীর প্রিন্সিপাল নাজমা বেগম জানান ২৬ জন ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করে ২৬ জনই কৃতকার্য হয় তাদের ফলাফল ১০০ ভাগ। বিবিয়ানা কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাস জানান, তাঁর কলেজ থেকে ২৬৭জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৬টি জিপিএ-৫সহ ২৬৫জন পাস করেছে। পাসের হার ৯৯.২৫ ভাগ। সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের অধ্যক্ষ মিহির রঞ্জন দাস জানান, ১৩১জন শিক্ষার্থীর মাঝে ৯৯জন পাস করেছে, পাসের হার ৭৫.৫৭ ভাগ। দিরাই সরকারি কলেজের ভারপ্রপপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার দাস জানান ৯৯৮জন পরীক্ষার্থীর মাঝে ৭৩০জন কৃতকার্য হয়েছে, পাসের ৭৩.১৫ভাগ। জগদল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পংকজ কান্তি দাস বলেন ১৪০জন পরীক্ষার্থীর মাঝে কৃতকার্য হয়েছে ৯১জন। পাসের হার ৬৫ ভাগ।