স্টাফ রিপোর্টার :
গত ৭ জুলাই হতে ১১ জুলাই পর্যন্ত বিভাগের ৩টি জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা ও ২০টি মামলা দায়েরসহ নিষিদ্ধ পণ্য জব্দ করেছে সিলেট বিভাগীয় অফিস বিএসটিআই।
সিলেট এর সিএম ও মেট্রোলজি উইং এর কর্মকর্তাগণের সমন্বয়ে গঠিত সার্ভিল্যান্স টিম কর্তৃক “বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন, ২০১৮”, “ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮” এর বিভিন্ন ধারায় এবং বিএসটিআই’র লাইসেন্স বাতিলকৃত ও স্থগিতকৃত পণ্যসমূহ বাজার হতে প্রত্যাহরের উদ্দেশ্যে বিএসটিআই বিভাগীয় অফিস, সিলেট এর নিজস্ব উদ্যোগে মোট ৫টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে সিএম লাইসেন্স স্থগিতকৃত/বাতিলকৃত পণ্য সমূহ নগরীর কালিঘাট, শিবগঞ্জ, জেলখানা রোড, হবিগঞ্জ জেলার চুনারুঘাট, বাহুবল উপজেলা, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা এর বিভিন্ন বাজার হতে জব্দ করা হয় এবং বিভিন্ন প্রতিষ্ঠান এর বিরুদ্ধে সিএম সনদ না থাকায় ৯টি মামলা ও বিএসটিআই’র ভেরিফিকেশন সনদ বিহীন ওজন ও পরিমাপকযন্ত্র/অবৈধ গজকাঠি ব্যবহার করায় ১১টি মামলা দায়েরসহ সর্বমোট ২০টি মামলা দায়ের করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।