গতকাল ১৩ জুন মহান জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০১৯-২০ অর্থবছরের পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন। প্রস্তাবিত এই বাজেটকে একটি প্রবৃদ্ধি, শিল্প বান্ধব, জনকল্যাণমুখী, ব্যবসা বান্ধব, সুসংসত এবং বাস্তবায়নযোগ্য বাজেট বলে মন্তব্য করেছেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমাস্র্ এন্ড ইন্ডাস্ট্রি এর স্তেৃবৃন্দ।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে এই অত্যন্ত সাবধানী, সৃসংহত, শিল্পবান্ধব এবং বিনিয়োগ ব্যবসা বান্ধব বাজেট উপস্থাপন করায় সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমাস্র্ এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর পক্ষ থেকে সভাপতি আফজাল রশীদ চৌধুরী, ১ম সহ-সভাপতি শফিউল আলম চৌধুরী, সহ-সভাপতি মওিলানা খায়রুল হোসেন ও পরিচালনা পর্ষদ এর সকল সদস্যবৃন্দ ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই বাজেটের সফল বাস্তবায়ন কামনা করেন। বিজ্ঞপ্তি