দক্ষিণ সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার সকল ধর্মের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে কাজ করছি আমরা, যাতে করে সকল ধর্মের মানুষ এক সাথে বসবাস করতে পারে সে দিকেই লক্ষ্য রেখে সরকার এগোচ্ছে।
তিনি বলেন, এক সময় এ দেশে সাম্প্রদায়িকতা বেশি ছিল, ধর্মে ধর্মে হানাহানি ছিল, এখন আর নেই, কারণ আমরা দিন বদলে দিয়েছি। এখন ধর্ম যার যার উৎসব সবার এভাবেই চলছেন দেশবাসী। এর কারণ একটাই বঙ্গবন্ধু চেয়েছিলেন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এটা বাস্তবায়ন করেছেন। সেই সাথে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের মানুষের আয় অনেক গুণ বেড়েছে। মানুষের জীবন মান উন্নত হয়েছে। সবার ঘরে খাবার আছে আর এজন্য মানুষ সুখে শান্তিতে একে অন্যের সাথে মিলেমিশে বসবাস করছে। দেশ এখন একটি উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহ¯পতিবার বেলা ১০টা থেকে বিকাল ২টা পর্যন্ত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ২১টি পূজা মন্ডপের মধ্যে জয়কলস, তেঘরিয়া, সদরপুর, পালপাড়া, লোকনাথ মন্দির সহ ১৫টি পূজা মন্ডপ পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা প্রতি বছর যেমন মসজিদ বানায় তেমনি করে মন্দির বানায় সমান ভাবে সকল ধর্মীয় উপাসনালয়ে আমরা বরাদ্দ দেই কারণ একটায় আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করি। সেই সাথে দেশের ব্যাপক উন্নয়ন করে যাচ্ছি আমরা। বাংলাদেশ এখন বিশ্ব উন্নয়নের রোল মডেল।
পরিদর্শনে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ, দক্ষিণ সুনামগঞ্জ আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আতাউর রহমান, আওয়ামী লীগ নেতা তেরাব আলী, আসাদুর রহমান আসাদ, জিএম সাজ্জাদুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ দলিল লিখক সমিতির সভাপতি রিপন তালুকদার, সাধারণ স¤পাদক নুর আলম, যুবলীগ নেতা বিমল দাস, কেশব দে, ইউপি সদস্য রঞ্জিত সূত্রধর, ইউপিস সদস্য আনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা আল-মাহমুদ সুহেল, জাহিদুল ইসলাম প্রমুখ।