হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
জনসাধারণের দীর্ঘ দুর্ভোগের পর অবশেষে শুরু হয়েছে হবিগঞ্জ শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম। বৃষ্টির মৌসুমে নিত্যদিনের সঙ্গী জলাবদ্ধতা থেকে পৌর নাগরিকদের মুক্তি দিতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষের যৌথ অভিযানে শহরের ঘাটিয়া বাজার, কালিগাছ তলা ও পইল রোডে অন্তত ৩০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। যার অধিকাংশই ব্যবসা প্রতিষ্ঠান। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন রুবেলসহ পৌরসভার কাউন্সিলর এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে গত সোমবার (১০ জুন) বিকেলে পৌরসভা ও প্রশাসনের যৌথ উদ্যোগে কয়েকটি টিম জলাবদ্ধতা সৃষ্টির স্থান চিহ্নিত করতে মাঠে নামে। ৯টি ওয়ার্ডে সনাক্ত করা হয় প্রায় ৪০টি স্থান। এগুলোতে রয়েছে প্রভাবশালীদের তৈরী অবৈধ স্থাপনা এবং পানি প্রবাহে প্রতিবন্ধকতা।
হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা জানান, সংশ্লিষ্ট কাউন্সিলর এবং পৌরসভার কর্মকর্তাদেরকে নিয়ে জলাবদ্ধতার কারণ অনুসন্ধানে আমরা কাজ করেছি। স্থানীয় জনগণও তাদের সমস্যার বিষয়গুলো তুলে ধরেছেন। আমরা তিনটি টিম চিহ্নিত স্থানগুলো সম্পর্কে প্রতিবেদন দাখিল করা হয়েছে।