সোনিয়া-রাহুলের ভাগ্য নির্ধারণ আজ ॥ সাত রাজ্যে ৫১ আসনে ভোট

27

কাজিরবাজার ডেস্ক :
ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের পঞ্চমপর্বের ভোটগ্রহণ আজ। মূলত আজকের ভোটে ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী ও কংগ্রেস প্রধান রাহুলের ভাগ্য নির্ধারণ হবে। সোমবার ভারতের ৭ রাজ্যের ৫১ লোকসভা আসনে ভোটগ্রহণ। এর মধ্যে উত্তর প্রদেশে সর্বাধিক ১৪ আসনে ভোট হবে। এরপর রাজস্থানে ১২, পশ্চিমবঙ্গে ৭, মধ্যপ্রদেশে ৭, বিহারে ৫, ঝাড়খ-ে ৪ ও জম্মু-কাশ্মীরের এক আসনের পুরোপুরি ও অপরটিতে আংশিক ভোটগ্রহণ হবে। পঞ্চমপর্বের ভোটে ভারতবাসীর দৃষ্টি থাকবে উত্তর প্রদেশের দিকে। কারণ প্রদেশটি দীর্ঘদিন ধরে দিল্লির মসনদ ঠিক কার দখলে যাবে তা নির্ধারণ করে আসছে। -খবর এনডিটিভি, ইন্ডিয়া টুডে ও পিটিআই অনলাইনের।
ভারতের জনবহুল রাজ্য উত্তর প্রদেশে লোকসভার সর্বাধিক আসন রয়েছে। এ রাজ্যে যে দল ভাল করে তারাই মূলত সরকার গঠন করে। একইসঙ্গে উত্তর প্রদেশের রায়বেরিলি ও আমেথিতে লড়ছেন দুই হেভিওয়েট সোনিয়া ও রাহুল। এই আসন দুটি কংগ্রেসের খাস তালুক হিসেবে পরিচিত। তবে ক্ষমতাসীন বিজেপিও ছাড়ার পাত্র নয়। তারা রাহুলের বিরুদ্ধে এবারও মাঠে নামিয়েছে জনপ্রিয় অভিনেত্রী ও কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানীকে। আমেথিতে রাহুলের দুর্গে ফাঁটল ধরাতে রাতদিন কাজ করছেন তিনি। অপরদিকে এই দুই আসনসহ পুরো উত্তরপ্রদেশ চষে বেড়াচ্ছেন গান্ধী পরিবারের জনপ্রিয় মুখ প্রিয়াঙ্কা গান্ধী। গ্রামের চাষী, কুলি, মজুর, সাপুড়ে ও সাধারণ নারীদের সঙ্গে হাত মিলিয়ে ভোট চাচ্ছেন তিনি। উত্তরপ্রদেশে ষোড়শ লোকসভা নির্বাচনে ভাল ফল করেছিল বিজেপি। তবে আজ যে ১৪ আসনে ভোট তার মধ্যে ৭টিতেই গেরুয়া শিবিরের অবস্থা বেজায় নড়বড়ে। এই আসনগুলোতে জিততে মরণ কামড় দিয়ে প্রচারে নেমেছে গেরুয়ারা। মাঠ চষে বেড়াচ্ছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথসহ অন্যরা। আর কংগ্রেসের পক্ষে রয়েছেন স্বয়ং প্রিয়াঙ্কা। তিনি যেভাবে সাধারণ মানুষকে কাছে টানছেন, আর মোদি সরকারের ব্যর্থতার কথা তুলে ধরছেন সেভাবে ভোট টানতে পারলে এবার উত্তর প্রদেশে গেরুয়া শিবির লন্ডভন্ড হয়ে যেতে পারে।
এদিকে শনিবার নির্বাচনী প্রচারে এক অভিনব কৌশল বেছে নেন প্রিয়াঙ্কা গান্ধী। আজ উত্তরপ্রদেশের যেসব আসনে ভোট সেসব আসনের ভোটারদের কাছে এক খোলা চিঠি পাঠান তিনি। প্রদেশটির স্বাস্থ্যকর্মী, শ্রমিক, ছোট ও মাঝারি চাকরিজীবী, শিক্ষক, প্রশিক্ষক, স্কুল ও মাদ্রসার ছাত্রছত্রীসহ অন্যদের কাছে পাঠানো খোলা চিঠিতে এ নির্বাচনে কংগ্রেস সরকার গঠন করতে পারলে তাদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন প্রিয়াঙ্কা। শনিবার আমেথির কোরওয়াতে সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা মিলে নির্বাচনী প্রচারে অংশ নেন। এ আসনের নারী ভোটারদের সঙ্গে একাধিক বৈঠক করেন তারা। চিঠিতে মাদ্রাসা শিক্ষার উদারীকরণের জন্য আরও বাজেট দেয়ার প্রতিশ্রতি দেন প্রিয়াঙ্কা। অবশ্য বিজেপি শিবির প্রিয়াঙ্কা গান্ধীর এই পদক্ষেপকে প্রোপাগান্ডা হিসেবে আখ্যা দিয়েছে। দলটির নেতা জিভিএল নরসিমা রাও বলেছেন, নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে কংগ্রেস এসব প্রোপাগান্ডা চালাচ্ছে। তিনি বলেন, রাহুল বরাবরই উত্তর প্রদেশকে অবহেলা করেছেন। এবার প্রদেশটির ভোটারা এর উপযুক্ত জবাব দেবে।