ওসমানীনগরে দলিল লেখক সমিতির অফিসে দুর্ধর্ষ চুরি

17

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগর দলিল লেখক সমিতির অফিসে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার তাজপুর সাবরেজিস্ট্রার অফিসের ভেতরে দলিল লেখক সমিতির অফিসে এই চুরির ঘটনাটি ঘটে। রাত ৮টার দিকে দলিল লেখক সমিতির এক সদস্য জরুরী প্রয়োজনে অফিসের তালা খুলে চুরির বিষয়টি টের পেয়ে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দকে বিষয়টি অবগত করেন। রাত নয়টার দিকে ওসমানীনগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাজপুর সাবরেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আক্তার হোসেন জানান, শনিবার অফিস বন্ধ ছিল এবং আবহাওয়াও খারাপ ছিল এই সুযোগে চোরেরা অফিস কক্ষের পিছনের জানালা ভেঙে অফিসের ভেতরে ঢুকে ৯টি সিলিং ফ্যান ও অফিসের টেবিলগুলোর তালা ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়। এদিকে জনসাধারণের চলাচলের নিকটবর্তী স্থানে সন্ধ্যার দিকে চুরি সংঘটিত হওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কিত রয়েছেন।
সাবরেজিস্ট্রার অফিস রোডের ব্যবসায়ী শহিদ মোটর্সের স্বত্ত্বাধিকারী সাদিকুর রহমান ছাদেক বলেন, সাবরেজিস্ট্রার অফিস রোডে ফার্মেসীসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এই রোডে সার্বক্ষণিক জনসাধারণের চলাচল রয়েছে কিন্তু এভাবে চুরির ঘটনাটি ঘটায় আমরা শঙ্কিত রয়েছি। ওসমানীনগর থানার এস আই সুজিত চক্রবর্তী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে।