সিলেট মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের উদ্যোগে বুধবার সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে চলাচলকারী ফিটনেসবিহীন দূরপাল্লার বাস টার্মিনাল থেকে বের হয়ে যেতে দেওয়া হয়নি।
ট্রাফিক ডিসি ফয়সল মাহমুদের নেতৃত্বে দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্ত্বরে সকাল ১১টা থেকে দিন ব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান ঈদের পূর্ব পর্যন্ত চলবে। ঈদে যাত্রী সাধারণের নিরাপত্তা ও সড়কে শৃঙ্খলা ফেরাতে ফিটনেস বিহীন এসব বাসকে চলাচলে নিষিদ্ধ করা হচ্ছে।
যেসব গাড়ির গাড়ির কাগজপত্র সঠিক পাওয়া যায়নি সেগুলো হলো ঢাকা মেট্রো-ব-১৫-২৫৬৬, ঢাকা মেট্রো-ব-১৪-৬২৯৭, ঢাকা মেট্রো-ব-১৪-৯৮৩৩, ঢাকা মেট্রো-ব-১৪-১৩৯৭, ঢাকা মেট্রো-ব-১৪-৭৩০৯, ঢাকা মেট্রো-ব-১৫-৪০৬৩। এসব গাড়ির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডিসি ট্রাফিক ফয়ছল মাহমুদ, এডিসি ট্রাফিক নিকুলিন চাকমা, সহকারি পুলিশ কমিশনার মো. আশিদুর রহমান, পুলিশ পরিদর্শক মো. আব্দুল মুকিত, টিআই প্রশাসন মো. হাবিবুর রহমান, প্রসিকিউশন ইনচার্জ সার্জেন্ট আবু বক্কর শাওন, সার্জেন্ট প্রবাশ দেবনাথ, সার্জেন্ট নূরুল হুদা মোড়ল প্রমুখ। বিজ্ঞপ্তি