জগন্নাথপুরে জাপা নেতা জাহির আলীর দাফন সম্পন্ন

21

জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর আশিঘর পাঠানবাড়ির বাসিন্দা জাতীয় পার্টির নেতা হাজী জাহির আলী কাচু মিয়ার নামাজের জানাযা সম্পন্ন হয়েছে। তাঁর নামাজের জানাযায় সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
গত রবিবার (১৯ মে) বাদ আছর হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসায় তাঁর নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন তাঁরই নাতি হাফিজ সুমন আহমদ। পরে তার আত্মার শান্তি কামনায় মোনজাত করা হয়। মোনাজাত পাঠ করেন হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক মুফতি গিয়াস উদ্দিন।
নামাজের জানাযায় অংশ নেন জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র আক্তারুজ্জামান আক্তার, জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হুরাইয়া সাদ মাষ্টার, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, স্থানীয় প্রবীণ মুরব্বী নজরুল ইসলাম হীরা, ব্যবসায়ী আজাদ আলী, আওয়ামী লীগ নেতা আফু মিয়া, হলিয়ারপাড়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, জগন্নাথপুর ডিগ্রি কলেজের প্রভাষক আবদুর রউফ, বিএনপি নেতা শাহেদ আহমদ, রিপন মিয়া, উপজেলা যুবদল নেতা আনছার মিয়া, শামিনুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সেলিম মিয়া, সহ-সভাপতি শাহীন মিয়া, উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী, নিরাপদ সড়ক চাই (নিসচা) জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি জাহেদ আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহ রুয়েল, দপ্তর সম্পাদক মো. মুন্না মিয়া, জাপা নেতা দুলন মিয়া, আরফান আলী, ছাত্রদল নেতা হাসনাত, রুহিন, ছাত্রলীগ নেতা নিলু, ব্যবসায়ী জিয়া মিয়াসহ সহস্রাধিক মুসল্লি।
এর আগে তাঁর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা এডভোকেট জিয়াউর রহিম শাহিন।
এসময় আরো উপস্থিত ছিলেন জাহির আলীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী হাজী জিলু মিয়া, ছানু মিয়া, সালেহ আহমদ, আবু মিয়া।
গতকাল সকালে যুক্তরাজ্য থেকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে তার মরদেহ। যুক্তরাজ্য থেকে দেশে নিয়ে আসেন জাহির আলীর স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে।
উল্লেখ্য, গত সোমবার (১৩ মে) চিকিৎসাধীন অবস্থায় হাজী জাহির আলী চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাজ্যে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি স্ত্রীসহ ৪ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। – বিজ্ঞপ্তি