স্টাফ রিপোর্টার :
সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা. নাজিফা আনজুম নিশাতকে ছোরা দেখিয়ে হত্যা ও ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সারোয়ার হোসেন চৌধুরীকে গ্রেফতারের দেড় ঘন্টার মাথায় জামিনে মুক্তি পেয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার দুপুরে সারোয়ার সিলেট অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাইন বিল্লাহ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী আইয়ুব আলী। তিনি জানান, আদালত শুনানী শেষে ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেনের জামিন মঞ্জুর করেন।
এদিকে,গতকাল মঙ্গলবার দুপুরে জামিন নিয়ে আদালত থেকে বেরিয়ে যাওয়ার পর নগরীর কোর্টপয়েন্ট এলাকায় সারোয়ার হোসেন চৌধুরীকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারের পর পুলিশকে জামিনের কাগজ দেখালে পুলিশ তাকে ছেড়ে দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা।
তিনি জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আদালতের ফটক থেকে সারোয়ার হোসেনকে গ্রেফতার করেছিল। পরে আদালত থেকে নেয়া এই মামলায় জামিনের কাগজ দেখালে পুলিশ তাকে ছেড়ে দেয়।
এর আগে সারোয়ার হোসেন চৌধুরীকে প্রধান আসামি করে ও অজ্ঞাত আরও ৮-১০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। গতকাল সোমবার রাতে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন হাসপাতালের পরিচালক ডা. ফেরদৌস হাসান। এছাড়া গত শনিবার ইন্টার্ন চিকিৎসক ডা. নাজিফা আনজুম নিশাতের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (নং- ৬১৭ ) করেছিলেন ডা. ফেরদৌস হাসান। এ ঘটনায় সিলেটে ইন্টার্ন চিকিৎসকরা সভা সমাবেশ অব্যাহত রেখেছেন বলে জানা গেছে।