ভেজাল বিরোধী অভিযানে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

29
কোতোয়ালী থানাধীন বন্দরবাজার এলাকায় সান এন্টারপ্রাইজে ভেজাল বিরোধী অভিযানে বিভিন্ন প্রকার ভেজাল পণ্য জব্দ।

স্টাফ রিপোর্টার :
নগরীর বন্দরবাজারের সান এন্টারপ্রাইজে ভেজাল বিরোধী অভিযানে বিভিন্ন প্রকার ভেজাল পণ্য জব্দ এবং ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৯ এর ভ্রাম্যমান আদালত।
গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এই ভ্রাম্যমান আদালত নগরীর কোতোয়ালী থানার লালদীঘিরপার নতুন মার্কেট, বন্দরবাজার এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে বলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে র‌্যাব-৯।
র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান বিজ্ঞপ্তিতে জানান, অভিযানে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের এর একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বিএসটিআই এর সমন্বয়ে ভেজাল বিরোধী অভিযানে অংশ নেয়।
অভিযানে সান এন্টারপ্রাইজকে বিভিন্ন প্রকার পণ্য সামগ্রী হচ্ছে, ভেজাল হলুদের গুড়া ৯০ কেজি, ভেজাল মরিচের গুঁড়া ৩০০ কেজি, ভেজাল সস ৬০ লিটার, মেয়াদোত্তীর্ণ গোল্ডেন টেসটি সস ৫১০ পিচ, মেয়াদোত্তীর্ণ গোলাপজল ৯৬ পিচ, মেয়াদোত্তীর্ণ আচারের বোতল ১০০ পিচ, মেয়াদোত্তীর্ণ গোল্ডেন মটর সুটি ৬০ পিচ, মেয়াদোত্তীর্ণ গোল্ডেন সুপার কন ফোলার ৭০ পিচ, মেয়াদোত্তীর্ণ বিস্কুট ফেলেভার ২৪ পিচ, মেয়াদোত্তীর্ণ মিল্ক ফেলেভার ২০ পিচ, মেয়াদোত্তীর্ণ ঘি ফেলেভার ২৫ পিচ,মেয়াদোত্তীর্ণ ঘি ১৫০ পিচ ও মেয়াদোত্তীর্ণ বিভিন্ন প্রকার কেমিক্যাল ৬০ লিটার জব্দ এবং ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। জব্দকৃত পণ্য সামগ্রী ধ্বংস করে জরিমানকৃত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানের নির্দেশ করা হয়েছে। বিজ্ঞপ্তি