এস.এস.সি পরীক্ষায় পাঠানটুলা স্কলার্সহোমের শতভাগ সাফল্য

92
এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জনকারী স্কলার্সহোম পাঠানটুলা ক্যাম্পাসের শিক্ষার্র্থী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

নগরীর স্কলার্সহোম পাঠানটুলা ক্যাম্পাসের শিক্ষার্থীরা ২০১৯ সালের এস.এস.সি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করেছে। এ বছর স্কলার্সহোম পাঠানটুলা ক্যাম্পাস থেকে এস.এস. সি পরীক্ষায় ইংরেজী মাধ্যমে বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণকারী ২২ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ জন জিপিএ-৫ এবং বাকী সবাই-এ গ্রেড শতভাগ অর্জন করেছে। এবার জিপিএ-৫-এর হার ৪১%।
স্কলার্সহোমের একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড.কবির চৌধুরী বলেন, এ বছর স্কলার্সহোমের এস.এস.সি পরীক্ষার্থীর শতভাগ সাফল্য অর্জন করায় আমরা আনন্দিত। লেখাপড়ার প্রতি তাদের আগ্রহ থাকায় ও পরিশ্রম করায় শতভাগ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। তাই আমরা যদি প্রতিটি শিক্ষার্থীর মেধা শক্তিকে বিকশিত করতে পারি আগামীতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে। বিজ্ঞপ্তি