শপথ নিয়ে মির্জা ফখরুল ছাড়া বাকিদের নিয়ে শঙ্কায় বিএনপি!

30
বিএনপি থেকে এখনো শপথ নেওয়া নির্বাচিত পাঁচ জন।

কাজিরবাজার ডেস্ক :
বিএনপি থেকে একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্য মোট ছয়জন৷ তাদের মধ্যে একজন দলের সিদ্ধান্ত অমান্য করে শপথ নিয়েছেন৷ বাকি আছেন পাঁচজন৷ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিএনপি থেকে নির্বাচিত হয়েছেন৷ তিনি ছাড়া বিএনপির বাকি চার নির্বাচিত সদস্যও শেষ পর্যন্ত শপথ নিতে পারেন বলে শোনা যাচ্ছে৷
এই অবস্থায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে শনিবার সন্ধ্যার পর৷ বৈঠকের মূল আলোচনার বিষয়ই হলো জাহিদুর রহমান জাহিদের শপথ গ্রহণ এবং পরবর্তী পরিস্থিতি৷ এই বৈঠকে জাহিদুর রহমাননে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তও আসতে পারে৷
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘এসব বিষয়ে দলের মহাসচিব বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করবেন।’
বিএনপি থেকে নির্বাচিত ছয়জন সংসদ সদস্য হলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আব্দুস সাত্তার ভুঁইয়া, বগুড়া-৬ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে হারুন অর রশীদ, বগুড়া-৪ আসনে মোশাররফ হোসেন এবং ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান জাহিদ৷
বৃহস্পতিবার জাহিদুর রহমান শপথ নেয়ার পর সংবাদ মাধ্যমকে বলেন, ‘দল বহিষ্কার করতে পারে জেনেও আমি শপথ নিয়েছি৷ সংসদে গিয়ে আমি খালেদা জিয়ার মুক্তির দাবি জানাবো।’
তিনি শপথ নিলেও এখনো সংসদ অধিবেশনে যোগ দেননি৷ তার আশা, আরো হয়তো কেউ কেউ শপথ নেবেন৷ তাদের নিয়ে একসঙ্গে সংসদ অধিবেশনে যাবেন৷ তবে শপথ নেয়ার পর তিনি সংবাদ মাধ্যমে কথা বললেও তারপর থেকে কথা বলায় বিরত আছেন৷ তার মেবাইল ফোনটিও বন্ধ পাওয়া গেছে৷
তবে বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, যে তারা আশঙ্কা করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বাকি চারজনও যেকোনো সময় শপথ নিতে পারেন৷এরইমধ্যে দলের পক্ষ থেকে তাদের সঙ্গে কথা বললেও আশ্বস্ত হতে পারছেন না কেন্দ্রীয় নেতারা৷
জাহিদুর রহমানের শপথ নেয়ার কারণ হিসেবে সরকারের চাপকে মির্জা ফখরুল দায়ী করলেও সরকারের পক্ষ থেকে তা বরাবরই অস্বীকার করা হচ্ছে৷ বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন শনিবার এক কর্মসূচিতে বলেছেন, ‘দু-একজন দলছুট নেতা শপথ নিলে কিছু আসে যায় না৷’ একই কর্মসূচিতে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘বিএনপির নির্বাচিতরা শপথ নিলেও এই সংসদ বৈধতা পাবে না৷’
তবে ড. খন্দকার মোশাররফ হোসেন এর বাইরে আলাদা কোনো মন্তব্য করতে রাজি হননি৷ তিনি বলেন, ‘বিএনপির নির্বাচিত এমপিদের নিয়ে কী হচ্ছে তা নিয়ে বলার জন্য দলের মহাসচিব দায়িত্বপ্রাপ্ত৷ (শনিবার) সন্ধ্যার পর দলের স্থায়ী কমিটির বৈঠক আছে৷ বৈঠকের পর মহাসচিব সাংবাদিকদের ব্রিফ করবেন৷’
সংবিধানের বিধান অনুযায়ী কোনো সংসদের প্রথম অধিবেশন যেদিন বসে সেদিন থেকে ৯০ দিনের মধ্যে কোনো নির্বাচিত সংসদ সদস্য শপথ না নিলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়৷ তবে আবেদনের ভিত্তিতে স্পিকার যৌক্তিক মনে করলে সময় আরো বাড়িয়ে দিতে পারেন৷ সেই সময়ের মধ্যে শপথ না নিলে সংসদ সদস্য পদ বাতিল হয়৷
একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ৩০ জানুয়ারি৷ সেই হিসেকে ২৯ এপ্রিল ৯০ দিন৷ আর ২৯ এপ্রিলের মধ্যে শপথ নিতে হবে সংসদ সদস্যপদ বহাল রাখতে৷ তাই আগামী দুই দিন বিএনপির কেন্দ্রীয় নেতা এবং নির্বাচিতদের সময় কাটছে নানা উদ্বেগের মধ্য দিয়ে৷
বিএনপির প্রাধান্যে জাতীয় এক্যফ্রন্টের ব্যানারে গণফোরাম থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ শপথ নেন ৮ মার্চ৷ আর ২ এপ্রিল শপথ নেন গণফোরাম থেকে নির্বাচিত আরেকজন সংসদ সদস্য মোকাব্বির হোসেন৷ তারই ধারাবাকিতায় বৃহস্পতিবার শপথ নেন বিএনপির জাহিদুর রহমানও৷
বিএনপির আরও পাঁচজন নির্বাচিত সংসদ সদস্য আছেন যারা এখনো শপথ নেননি৷ তাদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের (নাচোল-ভোলারহাট-গোমস্তা) আমিনুল ইসলাম বলেন, ‘আমি এখনও দলের সিদ্ধান্তেই আছি৷ শপথ নেয়ার সিদ্ধান্ত নিলে আপনাদের জানাবো৷ তবে স্থানীয় পর্যায়ে দলের নেতা-কর্মীরা আমাকে শপথ নেয়ার জন্য চাপ দিচ্ছে৷’ এর আগে ২০ এপ্রিল তিনি ডয়চে ভেলেকে বলেছিলেন, ‘শপথ না নিলে এলাকার লোক আমাকে মারবে।’
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের হারুন অর রশীদ শপথের ব্যাপারে শনিবার কোনো মন্তব্য করতে রাজি হননি৷ বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের মোশাররফ হোসেনও সংসদে যেতে ভোটারদের চাপের কথা জানিয়েছিলেন৷
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরৗ বলেন, ‘আমরা ভোট বর্জন করেছি৷ প্রত্যাখ্যান করেছি৷ ভোট ডাকাতির এই নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়৷ তাই আমাদের পার্টির অবস্থান খুবই পরিষ্কার৷ কেউ শপথ নেবে না৷ তারপরও কেউ কেউ যদি তার ব্যক্তিগত স্বার্থে শপথ নেয় সেটা তাদের ব্যক্তিগত সমস্যা৷ সে তার আদর্শিক অবস্থান থেকে সরে গেছে৷ তাদের ব্যাপারে গঠনতন্ত্র অনুয়ায়ী সিদ্ধান্ত নেয়া হবে৷’
‘এতে দলের বা দলের নেতৃত্বের কোনো দুর্বলতা নেই৷ অতীতেও এরকম হয়েছে৷ ওয়ান ইলেভেনের সময়ও হয়েছে৷ যারা বিচুত হন, তারাই ক্ষতিগ্রস্ত হন৷ আর আমি মনে করি তারা শপথ নিলে দলের তৃণমূলে কোনো নেতিবচক প্রভাব পড়বে না৷ দল তার শক্তিশালী অবস্থানেই থাকবে৷’
তবে তিনি মনে করেন, সরকারে চাপে শপথ নিয়েছে মহাসচিবের এই দাবি যৌক্তিক নয়৷ তিনি বলেন, ‘চাপ থাকলেই বা কী? একজন নেতার, একজন এমপির নৈতিক ও আদর্শিক অবস্থান থাকবে না?’