কমলগঞ্জে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের নটমন্ডপ উদ্বোধন

18
মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী থিয়েটার নটমন্ডপ এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী।

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ থেকে :
মণিপুরী থিয়েটারের নবনির্মিত আধুনিক স্টুডিও ‘নটমণ্ডপ’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারায় অবস্থিত এ “নটমণ্ডপ” এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলী। ভারতীয় হাইকমিশনের ৩৫ লাখ টাকা সহায়তায় আধুনিক এ নটমন্ডপ নির্মিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি।বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার এল কৃষ্ণমূর্তি, মৌলভীবাজার জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কামাল হোসেন, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমি আক্তার, ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের অধ্যাপক তামান্না রহমান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আরিফুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মণিপুরি থিয়েটারের সভাপতি কবি সুভাশিষ সিনহা।
পরে বিষ্ণুপ্রিয়া মণিপুরিদের নতুন বছরকে স্বাগত জানিয়ে ঐতিহ্যবাহী বিষু উৎসব উদযাপন করা হয়। প্রতি বছরের মতো এবারও মণিপুরী থিয়েটার বিষু উৎসবকে ঘিরে আয়োজন করা হয় নানান অনুষ্ঠান। এতে নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও মণিপুরিদের ঐতিহ্যবাহী নিকন (পাশা) খেলা।