স্টাফ রিপোর্টার :
নগরীর ঐতিহ্যবাহী লালবাজারে আবারও ৮০ কেজি ওজনের একটি বাঘমাছ ওঠেছে। গতকাল বুধবার সকালে মাছটি বাজারে নিয়ে আসা হয়। কেজি দরে মাছটি বিক্রি করা হচ্ছে।
লালবাজারে গিয়ে দেখা যায়, বাঘমাছটি কেটে প্রতি কেজি ২৫শ’ টাকা দরে বিক্রি করছেন ব্যবসায়ী মখলিছ মিয়া।
মখলিছ মিয়া জানান, কুশিঘাট সোনাপুর এলাকাস্থ সুরমা নদীতে হেলাল মিয়া নামের এক ব্যক্তির জালে বাঘমাছটি ধরা পড়ে। তিনি মাছটি বিক্রি করতে লালবাজারে নিয়ে আসেন। এক লাখ ২০ হাজার টাকায় বাঘমাছটি কিনে নেন মখলিছ মিয়া। তিনি আরো জানান, দরদামে না মেলায় পুরো মাছটি একসাথে বিক্রি না করে কেটে বিক্রি করছেন তিনি। প্রতি কেজির দাম রাখছেন ২৫শ’ টাকা। বিক্রেতা মখলিছ মিয়ার তথ্যানুসারে, ৮০ কেজি ওজনের বাঘমাছটি প্রতি কেজি ২৫শ’ টাকা করে বিক্রি করলে পুরো মাছের দাম পড়ে ২ লাখ টাকা।