স্টাফ রিপোর্টার :
নগরীর শিবগঞ্জ সোনারপাড়ায় মহানগর কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক জমশেদ সিরাজের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে দু’জন আহত হয়েছেন। হামলাকারীরা গাড়িতে থাকা টাকাও লুট করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার আগে সোনারপাড়াস্থ বখতিয়ার বিবি স্কুলের সামনে এ ঘটনা ঘটে। জমশেদ সিরাজ সিলেট-১ আসনের সাংসদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের ব্যক্তিগত সহকারী জাবেদ সিরাজের ছোট ভাই।
জমশেদ সিরাজ বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার আগে সোনারপাড়াস্থ বখতিয়ার বিবি স্কুলের সামনে ছাত্রসমাজ নেতা আফজল হোসেন ও এমসি কলেজ ছাত্রলীগের শাহীনসহ কয়েকজনের সাথে একটি গাড়ির চালকের ঝামেলা চলছিল। ওই সময় আমার টয়োটা ব্র্যান্ডের ট্রিপল ওয়ান মডেলের গাড়িটিও সেখান দিয়ে যাচ্ছিল। গাড়িতে আমার এলাকার ছোট ভাই জীবন ও খলিল ছিল। আফজল, শাহীনসহ অন্যরা আমার গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এসময় জীবনের মাথায় আঘাত করা হলে সে গুরুতর আহত হয়। অন্যদিকে খলিলের পায়ে ধারালো অস্ত্রের কোপ দেয়া হয়। তিনি বলেন, গাড়িতে আমার ২০-২৫ হাজার টাকা ছিল। এই টাকাও লুট করা হয়েছে। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দিয়েছি আমরা। যে গাড়ির সাথে অভিযুক্তদের ঝামেলা চলছিল, সে গাড়িটি নগরীর ১৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মুরাদ আহমদের বলে জানিয়েছেন জমশেদ সিরাজ। ওই গাড়িটিও টয়োটা ট্রিপল ওয়ান মডেলের।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা বলেন, জমশেদ সিরাজের গাড়িতে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।