কালবৈশাখী ঝড়ে ছাতকের বিভিন্ন এলাকা লন্ড-ভন্ড

28
ছাতকে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড নোয়ারাই এলাকার বেশ কয়েকটি কাঁচা ঘর।

আতিকুর রহমান মাহমুদ ছাতক থেকে :
ছাতকে কাল বৈশাখী ঝড়ে লন্ড-ভন্ড করে দিয়েছে উপজেলার বিভিন্ন এলাকার ঘর-বাড়ী। ঝড়ে দু’শতাধিক কাঁচা ঘর-বাড়িসহ অসংখ্য গাছ-গাছালি, ব্যবসা প্রতিষ্ঠান, পোলট্রি খামার বিনষ্ট হয়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হাওরের পাকা, আধা পাকা বোরো ফসল ও সবজী বাগান। বুধবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় বৈশাখী ঝড় আঘাত হানে। কাল বৈশাখী ঝড়ে ছোট-বড় বৃক্ষরাজিসহ সামাজিক বনায়নের ব্যাপক ক্ষয়-ক্ষতি সাধিত হয়। গাছ-পালা ভেঙ্গে ও উপড়ে গিয়ে তছনছ হয়ে পড়ে বিদ্যুতের বিতরণ ব্যবস্থা। ঝড়ে কবলিত এসব এলাকা ভোর রাত থেকে অন্তত ৮ ঘন্টা বিদ্যুৎহীন অবস্থায় ছিল। প্রচন্ড ঝড়ে হাওরের পাকা বোরো ফসল ভূমির সাথে মিশে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন চৌধুরী জানান, পাকা বোরো ফসল ছাড়াও এখানে ব্যাপক ক্ষতি হয়েছে সবজি বাগানের। উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়নের চেয়ারম্যান আখলাকুর রহমান, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিলাল আহমদ, নোয়ারাই ইউনিয়নের চেয়ারম্যান পীর আব্দুল খালিক, ভাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মছব্বির ও ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের চেয়ারম্যান গয়াছ আহমদ জানান, ভোর রাতে প্রচন্ড ঝড়ে তাদের ইউনিয়নের বোরো ফসল, ঘর-বাড়ি ও গাছ-গাছালির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া কালারুকা, চরমহল্লা, জাউয়া, সিংচাপইড়, দোলারবাজার ও ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে কাল বৈশাখীর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রাম্য জনগোষ্ঠি। বহু পরিবার এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে। পৌরসভার নোয়ারাই এলাকায় মেসার্স মমিন লাইন ওয়ার্কস (চুনা কারখানা) সম্পূর্ণ বিধ্বস্থ হয়েছে।