বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পরিচালিত সিলেট মহানগরীর স্বনামধন্য পিডিবি উচ্চ বিদ্যালয়ের ক্রিকেট দল প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল টুর্নামেন্ট ২০১৮-১৯ এর সিলেট বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির, প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষকসহ সকল শিক্ষক/শিক্ষিকাদের সুসংগঠিত ও আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে গঠিত হয় এই ক্রিকেট টিম। টিম ক্যাপ্টেন নাজমুল হোসেনের নেতৃত্বে ক্রিকেট দলটি বিগত ২১শে মার্চ সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশগ্রহণ করে সুনামগঞ্জ জুবিলি উচ্চ বিদ্যালয় ক্রিকেট টিমকে ১২৩ রানের টার্গেটে ৬ উইকেটে হারিয়ে বিভাগীয় চ্যাম্পিয়নশীপের শিরোপা অর্জনের মাধ্যমে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের পথ সুগম করে। বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আরিফা বিল্লাহ, সহকারী শিক্ষক মোহাম্মদ ইউসুফ মিয়া মিলন, মো. আবু তাহের, মো. মহি উদ্দিন এর সুদক্ষ নেতৃত্বে এ পর্যন্ত উক্ত টুর্নামেন্টের সকল ম্যাচের সফলতার ধারাবাহিকতা অব্যাহত থাকে।
এর আগে পিডিবি উচ্চ বিদ্যালয় ক্রিকেট দলটি সিলেট জেলা ও ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গোলাপগঞ্জ এমসি একাডেমিকে হারিয়ে জেলার চ্যাম্পিয়ানশীপ শিরোপা অর্জন করে। আগামীতেও সর্বমহলের সহযোগিতা পেলে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ান হওয়ার ব্যাপারে আশাবাদী।
জাতীয় পর্যায়ের খেলা আগামী ১৮ এপ্রিল হতে রংপুর জাতীয় ক্রিকেট গার্ডেন স্টেডিয়াম এবং লালমনিরহাট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পিডিবি উচ্চ বিদ্যালয়ের টিম আগামীকাল সন্ধ্যা ৭টায় রংপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। বিদ্যুৎ বিভাগীয় কর্মকর্তাদের আর্থিক সহযোগিতায় সোমবার (১৫ এপ্রিল) খেলোয়াড়দের খেলার সরঞ্জামসহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয়। বিকাল ৫টায় প্রধান শিক্ষকসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের উপস্থিতিতে তাদের হাতে সরঞ্জামাদি তুলে দেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার দে। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট অফিসের আঞ্চলিক হিসাব দপ্তরের উপ-পরিচালক ও সহকারী পরিচালকগণ। মোহনা সুইট্স এর সৌজন্যে খেলোয়াড়দের ম্যাচ জার্সি প্রদান করেন প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী বিশ্বজিৎ গোপ।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার দে এবং প্রধান শিক্ষক ক্ষিতীন্দ্র কুমার দাস টুর্নামেন্ট বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে সফলতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি