গোলাপগঞ্জের ডেপুটি বাজার এলাকার প্রায় দু’শ বছরের পুরাতন ফুরাদাবাদ জামে মসজিদের নাম পরিবর্তন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে মসজিদ পরিচালনা কমিটি। সম্প্রতি মসজিদ পরিচালনায় কমিটির এক সভায় নাম পরিবর্তন না করার ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জানানো হয়, ঐতিহ্যবাহী ফুরাদাবাদ জামে মসজিদ পুরাতন ধর্মীয় প্রতিষ্ঠান। ফুরাদাবাদ মৌজার ১নং খতিয়ানভুক্ত ১১৭নং দাগে ২১ শতক ভূমিও রয়েছে ফুরাদাবাদ জামে মসজিদের নামে। তাছাড়া, বিদ্যুৎ বিল এবং ব্যাংক হিসাব এ মসজিদের নামে পরিচালিত হয়ে আসছে। এমন কি, ফুরাদাবাদ জামে মসজিদের নামে ধর্মীয় কার্যক্রম পরিচালনার পক্ষে ২০১৩ সালের ১৯ জুন সিলেটের তৎকালীন রেভিনিউ ডেপুটি কালেক্টর ড. শামীম রহমানের সম্মতি পত্রও রয়েছে।
ফুরাদাবাদ জামে মসজিদ পরিচালনা কমিটির মোতওয়াল্লী রফিকুল হক ও সেক্রেটারী মোঃ খছরুজ্জামান মসজিদের নাম পরিবর্তন না করে অতীত ঐতিহ্যকে সম্মুন্নত রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন। বিজ্ঞপ্তি