শাবি থেকে সংবাদদাতা :
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন বিশ^বিদ্যালয়ের ২৪ জন ভাইস চ্যান্সেলরদের নিয়ে আগামী শনিবার (৬ এপ্রিল) দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘ইন্টারন্যাশনাল কনভেনশন অব ভাইস চ্যান্সেলর’স (আইসিভিসি)’। এতে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের ৮টি বিশ^বিদ্যালয়ের এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চল প্রদেশগুলোর ১৫টি বিশ^বিদ্যালয়ের ১৬ জন ভাইস চ্যান্সেলর ও চ্যান্সেলর অংশগ্রহণ করবেন। বুধবার বিকেলে শাবি’র ভিসির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য জানান। এসময় ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশ ও ভারতের এ অঞ্চলের বিশ^বিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও সাংস্কৃতিকসহ অন্যান্য বিষয় নিয়ে মত বিনিময়ের আয়োজন করা হবে। এই বিশ^বিদ্যালয়গুলোর মাঝে একটি সেতুবন্ধুন তৈরি করা হবে যাতে শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা ও উচ্চশিক্ষার অন্যতম একটি পথ তৈরি হয়।’ সম্মেলনে শাবি’র শিক্ষক-কর্মকর্তা এবং সিলেটের সংশ্লিষ্ট বিশ^বিদ্যালয়ের অনুষদের ডিনবৃন্দ অংশগ্রহণ করবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মেলনের আহ্বায়ক ডিন অধ্যাপক ড. আবুল মুকিদ মোহাম্মদ মোকাদ্দেছ ও সদস্য সচিব অধ্যাপক ড. এম. জহিরুল ইসলাম।