সিলেটের ইংলিশ মিডিয়াম স্কুলে প্রথমবারের মতো ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৮ এপ্রিল ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এ- কলেজ ( বিবিআইএস )-এ অনুষ্ঠেয় এই নির্বাচনের মাধ্যমে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। সিলেট ইংলিশ মিডিয়াম স্কুল অভিভাবক এসোসিয়েশনের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ফলে মূলত এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ক্রমান্বয়ে সিলেটের সবকটি ইংলিশ মিডিয়াম স্কুলে এরকম নির্বাচন হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনার গুণগত মান বৃদ্ধি, হাইকোর্টের রায়ের আলোকে পুনঃভর্তি ফি বাতিল, সিলেটের অধিকসংখ্যক শিক্ষার্থীকে আধুনিক শিক্ষার আওতায় আনাসহ বিভিন্ন ইস্যুতে আন্দোলন করে আসছে সিলেট ইংলিশ মিডিয়াম স্কুল অভিভাবক এসোসিয়েশন।
বিবিআইএস-এর অফিস সূত্রে জানা যায়, সাধারণ অভিভাবক সদস্য পদে ( অন্যুন ১ জন মহিলা ) মোট ৭জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত ২৪ মার্চ থেকে শুরু হয়ে আজ বৃহস্পতিবার ( ২৮ মার্চ) পর্যন্ত মনোনয়ন সংগ্রহ চলে। আগামী ২ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র জমা করা হবে। মনোনয়নপত্র বাছাই ৩ এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহার ৭ এপ্রিলের মধ্যে এবং নির্বাচন আগামি ১৮ এপ্রিল। গত ১৯ মার্চ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম রব্বানী মজুমদার নির্বাচনী তফসিল ঘোষণা করেন। মনোনয়ন সংগ্রহকারী অভিভাবকরা হলেনÑআমিনা কায়সার, সুলতানা জাহান, মোঃ আব্দুল মুকিত ( অপি ), কয়েছ উদ্দিন আহমদ, দেওয়ান এএইচ মাহমুদ রাজা চৌধুরী, শামীম আহমদ, ¯িœগ্ধা জাহাঙ্গীর। এছাড়া সাধারণ শিক্ষক প্রতিনিধি পদে (অন্যুন ১ জন মহিলা ) বিজিত দেবরায় ও নাহিদা আক্তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে বিবিআইএসের ভাইস প্রিন্সিপাল এ কে মাহমুদুল হক নিশ্চিত করেছেন। অভিভাবক এসোসিয়েশনের নেতৃবৃন্দের মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি মাহবুব চৌধুরী, যুগ্ম সম্পাদক জাবেদুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক বেলাল আহমদ, অভিভাবক মাসুম আহমদ, আব্দুল মুকিত, রুজিনা আক্তার রুমা, রহিমা বেগম, হেনা বেগম, মনিরা আক্তার, সুফিয়া বেগম, আবু সাঈদ প্রমুখ। বিজ্ঞপ্তি