সিলেট-৩ আসনের এমপি, বাণিজ্য ও ধর্ম মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, প্রবাসীরা সরকারের পাশাপাশি দেশের শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সেবামূলক কর্মকান্ডে অবদান রেখে আসছেন। বিশেষ করে হত দরিদ্র লোকদের চিকিৎসা, শিক্ষা ও সমাজ কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাদের এই মহৎ উদ্যোগ প্রশংসার দাবী রাখে। প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির প্রবাসীরা মাতৃভূমি টানে দেশের মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গত বুধবার প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির উদ্যোগে বালাগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে ফ্রি চক্ষু শিবির এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির সভাপতি শফিক উল্লাহ মিছলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, উপজেলা নির্বাহী অফিসার নাজমুস শাকিব, ওসি গাজী আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান সৈয়দ আলী আজগর, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শামসু উদ্দীন শামস, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আজিজুর রহমান লকুস, যুগ্ম সম্পাদক আব্দুল মতিন, বালাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল মুনিম, পূর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, পূর্ব পৈলনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, আওয়ামীলীগ নেতা নাসির উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল আলম, সাংবাদিক শাহাব উদ্দিন শাহীন, রজত দাস ভুলন, যুবলীগ নেতা তুহিন মনসুর, ছাত্রলীগ নেতা আবুল কালাম, কামরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি