কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট থানা পুলিশ সিলেট-জকিগঞ্জ সড়কের কানাইঘাট কটালপুর নামক স্থানে অভিযান চালিয়ে ৩৯৬ বোতল ভারতীয় ফেনসিডিল সহ এক অটোরিক্সা সিএনজি চালক কে গ্রেফতার করেছে।
জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ জানতে পারেন, জকিগঞ্জ উপজেলা থেকে গাড়ীযোগে ফেনসিডিলের একটি বড় চালান সিলেট শহরের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওসি আব্দুল আহাদের নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার রাতে কানাইঘাট দিঘীরপার ইউপির জকিগঞ্জ সড়কের কটালপুর যাত্রী ছাউনীর পাশে অবস্থান নিয়ে সন্দেহ ভাজন গাড়ীতে তল্লাশী চালান। এক পর্যায়ে রাত সাড়ে ১০ টার দিকে একটি দ্রুত গতির অটোরিক্সা সিএনজি গাড়ী পুলিশ আটকের চেষ্টা করলে সিএনজি থেকে ২ মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও চালক সহ সিএনজি গাড়িটি আটক করে থানা পুলিশ। পরে গাড়ীটি তল্লাশী করে পুলিশ কয়েকটি চটের বস্তায় রক্ষিত ভারতীয় ৩৯৬ বোতল ফেনসিডিল জব্দ করেন। থানার সেকেন্ড অফিসার স্বপন চন্দ্র সরকার, এসআই ইসমাইল ও লিটন মিয়া, এএসআই আব্দুল ওদুদ ও বিলাল হোসেন সহ থানার অফিসারবৃন্দ অভিযানে অংশ নেন। এ ঘটনায় থানার এসআই ইসমাইল হোসেন বাদী হয়ে আটক সিএনজি চালক জকিগঞ্জ উপজেলার শহিদাবাদ গ্রামের আব্দুন নূরের পুত্র আবুল কালাম (২০) সহ অজ্ঞাতনামা আরো ২ জন আসামী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। থানার মামলা নং ১২ তারিখ-২২/০৩/২০১৯ইং।