স্টাফ রিপোর্টার :
কোম্পানীগঞ্জে খাসিয়ার গুলিতে মো. বাবুল মিয়া (১৯) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার দমদমা এলাকার ভারতীয় সীমান্তে এ ঘটনা ঘটে। বাবুল উপজেলার সীমান্তবর্তী তুরুং গ্রামের মুসলিম উদ্দিনের পুত্র।
স্থানীয় সূত্র জানায়, সকালে উপজেলার দমদমা সীমান্তের এক হাজার ২৬০ মেইন পিলারের দুই নম্বর সাব পিলার সংলগ্ন এলাকায় অবস্থান করছিলেন বাবুল। এসময় ভারতীয় খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে দমদমা সীমান্ত ফাঁড়ি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তায় ওই যুবকের মরদেহ উদ্ধার করে বলে জানান স্থানীয় বাসিন্দা হারুনুর রশিদ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ওই যুবক সীমান্ত এলাকায় সুপারি বাগানে গেলে ভারতীয় খাসিয়ার গুলিতে মৃত্যু হয়। প্রায় ২ মাস আগে একইভাবে আরেক যুবক খাসিয়ার গুলিতে মারা যান। তিনি বলেন, ঘটনাস্থল কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা। সেখানে যেতে কমপক্ষে দুই ঘণ্টা প্রয়োজন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করতে রওয়ানা হয়েছে। মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হবে।