দুষ্টু মশা

49

হাসান ফখরুল

দিনের বেলা কম দেখা যায়
রাতে বাড়ে ঝোপ,
সুযোগ পেলেই গায়ে বসায়
হাল দিয়ে ওই কোপ।

বসে বেটা মনের সুখে
রক্ত চুষে খায়,
মালিক যখন বুঝতে পারে
অমনি উড়ে যায়।

পিচ্চি বেটা দুষ্টু খুবই
যখন তখন জ্বালায়,
যেই দেখে ওই কয়েল হাতে
অমনি দৌড়ে পালায়।

আমরা যারা কয়েল কেনার
পয়সা রাখি হাতে,
কয়েল জ্বেলে আরাম করে
সুখে ঘুমাই রাতে।

আজকে যারা গরীব মানুষ
আমার দেশে বাস,
ডেঙ্গু মশার কামড়ে তারা
নিত্য দিনে লাশ।