গত ১ ও ২ মার্চ শ্রীমঙ্গলের গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ হোটেলে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ এর ২০১৯-২০ বর্ষের জন্য নির্বাচিত রোটারী নেতৃবৃন্দের এক ট্রেনিং সেমিনার (ডিটিটিএস) অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী এই জাঁকজমকপূর্ণ সেমিনারে প্রোগ্রাম চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন রোটারী ক্লাব অব কুমিল্লার পাস্ট প্রেসিডেন্ট ইমামুজ্জামান চৌধুরী এবং সেমিনারে নেতৃত্ব দেন ২০১৯-২০ রোটাবর্ষের গভর্ণর প্রিন্সিপাল কর্ণেল এম. আতাউর রহমান পীর। বিশ্বের সকল জাতি ও গোষ্ঠীর সঙ্গে মেলবন্ধন স্থাপনের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে এবং শিক্ষার আলোয় আলোকিত করে সমাজে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে রোটারিয়ানরা বরাবরের মতোই অগ্রণী ভূমিকা পালন করবেন বলে গভর্ণর আতাউর রহমান পীর তার বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত ট্রেনিং সেমিনারে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ময়মনসিংহ, নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, নেত্রকোণা, শেরপুর, জামালপুর ও টাঙাইল সহ বিভিন্ন জেলার দুই শতাধিক রোটারিয়ান অংশগ্রহণ করেন। দুই দিনব্যাপী সেমিনারে মোডারেটর হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ২০১৮-১৯ বর্ষের গভর্ণর দিলনাশিঁ মোহসেন, পিডিজি জামাল উদ্দিন, পিডিজি এম.এ আহাদ, পিডিজি দাতো ড. মীর আনিসুজ্জামান, পিডিজি সেলিম রেজা, পিডিজি ড. মনজুরুল হক চৌধুরী, পিডিজি শহীদ আহমেদ চৌধুরী, পিডিজি ড. এম. তৈয়ব চৌধুরী, ডিজিএন ড. বেলাল উদ্দিন আহমেদ, ডিজিএনডি আবু ফয়েজ খান চৌধুরী এবং ইনকামিং ফার্স্ট লেডি ফিরোজা রহমান। সেমিনারে রোটারী ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া অফিসের হেড রাজীব রঞ্জন, কর্মকর্তা সঞ্জয় পার্মার, রোটারী ডিস্ট্রিক্ট- ১০৪০ ইউকে’র ডি.জি.ই মনোজ যোশী এবং তার স্ত্রী ভাবনা যোশীর উপস্থিতি ছিলো বিশেষ আকর্ষণ। পিডিজি ইঞ্জিনিয়ার এম. এ লতিফ ডিস্ট্রিক্ট ট্রেইনার হিসেবে ট্রেনিং টীমের নেতৃত্ব প্রদান করেন।
ডিস্ট্রিক্ট গভর্ণর ইলেক্ট প্রিন্সিপাল কর্ণেল এম. আতাউর রহমান পীর প্রেসিডেন্ট ইলেক্ট ট্রেনিং সেমিনারের চেয়ারম্যান পাস্ট প্রেসিডেন্ট জিয়াউল হক, সেক্রেটারি এন্ড ট্রেজারার ইলেক্ট ট্রেনিং সেমিনারের চেয়ারম্যান পাস্ট প্রেসিডেন্ট প্রফেসর ফাতেমা জেবুন্নেসা, ডিস্ট্রিক্ট ট্রেনিং এসেম্বলির চেয়ারম্যান পাস্ট প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মতিউর রহমান, গ্রান্ট ম্যানেজমেন্ট সেমিনারের চেয়ারম্যান পাস্ট প্রেসিডেন্ট নজরুল ইসলাম নান্টু, ডিস্ট্রিক্ট ইন্সটলেশনের চেয়ারম্যান পাস্ট প্রেসিডেন্ট এ.এইচ.এম ফয়সলকে আনুষ্ঠানিকভাবে সকলের মাঝে পরিচয় করিয়ে দেন। এই উপলক্ষে আগামি রোটাবর্ষের জন্য নির্বাচিত সকল জোনাল সেক্রেটারি, এসিসটেন্ট গভর্ণর, ডেপুটি গভর্ণর, এডিশন্যাল ল্যাফটেনেন্ট গভর্ণর ও ল্যাফটেনেন্ট গভর্ণরদেরও আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। ৭ টি জোনে যারা ল্যাফটেনেন্ট গভর্ণর হিসেবে দায়িত্ব পালন করবেন তারা হলেন পিপি মাহফুজুল হক (কর্ণফুলী জোন), পিপি প্রফেসর ড. মীর মাহবুবুল আলম (সুরমা জোন), পিপি অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক (গোমতী জোন), পিপি শামীম আহসান (খোয়াই জোন), পিপি মোস্তফা আজিজুল মুনির (পদ্মা জোন), পিপি ফারুক খান পাঠান (ব্রক্ষপুত্র জোন) এবং পিপি সুশীল চন্দ্র সাহা (মেঘনা জোন)।
অনুষ্ঠানের সমাপনী পর্বে ২০১৯-২০ রোটাবর্ষের রোটারী গভর্ণর প্রিন্সিপাল কর্ণেল এম. আতাউর রহমান পীর তার নেতৃত্বের বছরে রোটারী ড্রিস্ট্রিক্ট টিমের মাধ্যমে ৭ টি এ্যাম্বুলেন্স, ৩ টি কম্যিউনিটি ক্লিনিক এবং একটি রোটারি অরফানেজ করার পরিকল্পনা ঘোষণা করেন। এই আহবানে সাড়া দিয়ে রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার চার্টার প্রেসিডেন্ট ফারুক আহমেদ, রোটারী ক্লাব অব চট্টগ্রাম খুলশীর পাস্ট প্রেসিডেন্ট সামিনা ইসলাম, রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের পাস্ট প্রেসিডেন্ট আবুল বশর এবং রোটারী ক্লাব অব নরসিংদীর পাস্ট প্রেসিডেন্ট সুশীল চন্দ্র সাহা প্রত্যেকে ১ টি করে মোট চারটি এ্যাম্বুলেন্স প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার ঘোষণা করেন। একই সাথে কমিউনিটি ক্লিনিক স্থাপনের জন্যে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়্যালের পাস্ট প্রেসিডেন্ট অধ্যক্ষ জামাল নাসের কুমিল্লায় ১০ শতক জমি এবং রোটারী ক্লাব অব জালালাবাদের রোটারিয়ান আনহার শিকদার সিলেটে ৭ শতক জমি দান করার প্রতিশ্রুতি প্রদান করেন।
দুই দিনব্যাপী এই সেমিনারের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইনকামিং ডিস্ট্রিক্ট সেক্রেটারি জেনারেল রোটারিয়ান নীরেশ চন্দ্র দাস, ইনকামিং এক্সিকিউটিভ ডিস্ট্রিক্ট সেক্রেটারী রোটারিয়ান সেলিম খান, ইনকামিং ডিস্ট্রিক্ট ট্রেজারার রোটারিয়ান মিজানুর রহমান, ইনকামিং ডেপুটি গভর্ণর রোটারিয়ান বদরুল আলম চৌধুরী এবং ইনকামিং এসিসট্যান্ট গভর্ণর রোটারিয়ান হানিফ মোহাম্মদ। সেমিনারের উদ্বোধনী দিনে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রোটারিয়ান মো. কামাল উদ্দিন ভুঁইয়া, ইনভোকেশন পাঠ করেন ডেপুটি ডিস্ট্রিক্ট ট্রেইনার রোটারিয়ান ওয়াহিদুর রহমান ওয়াহিদ এবং সমাপনী দিনে আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপন করেন রোটারিয়ান আলী আশরাফ চৌধুরী খালেদ। সেমিনার শেষে অংশগ্রহণকারী সকলের হাতে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট হস্তান্তর করা হয়। সেমিনারে অংশগ্রহণকারী রোটারিয়ানবৃন্দের পক্ষ থেকে ইনকামিং ল্যাফটেনেন্ট গভর্ণর অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, ইনকামিং এসিসটেন্ট গভর্ণর মাহবুবুল হক চৌধুরী এবং ইনকামিং এসিসটেন্ট গভর্ণর জাহেদা আক্তার মিতা নিজেদের অনুভুতি ব্যক্ত করে বক্তব্য রাখেন। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থাপনা করেন রোটারী ক্লাব অব জালালাবাদের রোটারিয়ান রুমেল এম.এস. রহমান পীর। বিজ্ঞপ্তি