গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে লিপা বেগম নামে এক ৪র্থ শ্রেণীর ছাত্রী নিখোঁজ রয়েছে। সে উপজেলার বাঘা ইউপির দক্ষিণ বাঘা গ্রামের আলাল উদ্দিনের কন্যা ও দক্ষিণ বাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী। প্রতিদিনের ন্যায় সে বৃহস্পতিবার (২৮ ফেব্র“য়ারী) সকাল সাড়ে ৯টায় স্কুলের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়। স্কুল ছুটির পর সে বাড়ীতে না যাওয়ায় স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে ওই শিক্ষার্থীর পিতা আলাল উদ্দিন গোলাপগঞ্জ থানায় সাধারণ ডায়রী করেন। নিখোঁজের বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যকে অবগত করা হয়েছে। নিখোঁজ ওই ছাত্রীর স্কুলের প্রধান শিক্ষক আবুল হায়াতের সাথে আলাপ করা হলে তিনি বলেন, সে ওইদিন স্কুলে আসেনি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে সে স্কুলের যাওয়ার পর থেকে নিখোঁজ হয়েছে। আমি বিষয়টি স্কুল পরিচালনা কমিটির সভাপতিকে বিষয়টি জানিয়েছি। আপনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে বিষয়টি জানিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন-সে তো স্কুলে আসেনি। তাই আমি স্যারকে বিষয়টি জানাইনি। এ ব্যাপারে বাঘা ইউপি চেয়ারম্যান ছানা মিয়ার সাথে আলাপ হলে তিনি বলেন, আমি কোনতা জানি না। মেম্বারেও আমারে-ই ব্যাপারে কোনতা খইছইন না। আপনার মোবাইল বন্ধ কেনো জানতে চাইলে তিনি বলেন,আমি ঘুমাই গেছিলাম। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানায় ওসি একেএম ফজলুল হক শিবলীর সাথে আলাপ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই শিক্ষার্থীর বাবা সাধারণ ডায়রী করেছেন। পুলিশ বিষয়টিকে গুরুত্ব সহকারে ব্যবস্থা নিচ্ছে।