রকীব শাহ ছিলেন মানবপ্রেমিক। সহজসরল ভাষায় মানুষেরই জয়গান গেয়েছেন। ধার্মিকের প্রসন্নতা এবং স্নিগ্ধ পবিত্রতা তাঁর রচনাকে দিয়েছে মাধুর্য এবং লাবণ্য।
রকীব শাহ পরিষদ আয়োজিত রকীব শাহের জীবন, সাহিত্য ও সাধনা শীর্ষক আলোচনাসভায় বক্তারা এ-কথাগুলো বলেন।
শুক্রবার ৫৩তম বার্ষিক ওরসের ছিল দ্বিতীয় দিন। পরিষদের সভাপতি ডক্টর কাজী কামাল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবদুল আউয়াল বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক মোছাব্বির মোহাম্মদ মুছা, মদনমোহন কলেজের সাবেক অধ্যাপক বিজিতকুমার দে ও মৌলভীবাজারের হযরত শাহ মোস্তফা (র.)-এর মাজার শরিফের মোতাওয়াল্লি খলিলউল্লাহ ছালিক জুনেদ।
শহরের কাজিটুলা রকীব শাহ মাজারপ্রাঙ্গণে সন্ধ্যাকালীন আলোচনাসভার সঞ্চালক ছিলেন সামসুল ইসলাম মুন্না। বিজ্ঞপ্তি