ওসমানীনগরে মাদ্রাসা অধ্যক্ষ হত্যা মামলায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার, হত্যাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন

26

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরের শেখ ফাজিলাতুন্নেছা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শায়খুল ইসলাম হত্যা মামলায় অভিযুক্ত শিক্ষক লুৎফুর রহমানকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার রাতে অভিযান চালিয়ে সিলেটের গোটাটিকর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি দক্ষিণ সুরমা উপজেলার ফরিদপুর গ্রামের তাহির আলীর ছেলে এবং ফজিলাতুন্নেছা মাদ্রাসার প্রভাষক। ওসমানীগর থানার পরিদর্শক (ওসি) এসএম আল-মামুন গ্রেফতারের বিয়টি নিশ্চিত করে বলেন আটক শিক্ষককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে অধ্যক্ষ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার সকালে শেখ ফাজিলাতুন্নেছা মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সিলেট-ঢাকা মহাসড়কের বুরুঙ্গা সড়কের মুখ এলাকায় মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী, মাদ্রাসা গর্ভনিং বডির সদস্য ও এলাকাবাসী অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বুরুঙ্গা ইকবাল আহমদ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম, মুফতি কামরুল ইসলাম, মাওলানা আবদুল হাই, মাওলানা সাদিক সিকন্দর, মাওলানা রাশিদুল হক চৌধুরী, মাওলানা ওয়ারিস উদ্দীন, সৈদুর রহমান চৌধুরী প্রমুখ।