মিজানুর রহমান মিজান
তোর হাসিতে মন ভরে যায়
হাসিতে চাঁদ ও যেন লজ্জা পায়।।
টানা টানা দু’টি চোখ
মোহময়ী যাদুকরী মুখ
বিধাতার অপূর্ব সৃষ্টি সুখ
কি অপরুপ সাজ সজ্জায়।।
পুতুল নাচের অঙ্গভঙ্গি
সুখ যেন হয় নিত্য সঙ্গি
মন যেন রাঙায় রঙ্গি
দখিনা বাতাস যেন শিহরণ জাগায়।।
বহুজনে প্রেম যাচনা
তাতে আছে যে মানা
এক ধ্যানে হও দেওয়ানা
রাধা কৃষ্ণের তরী চলে যমুনায়।।