৪৯ সংরক্ষিত মহিলা এমপির শপথ আজ

55

কাজিরবাজার ডেস্ক :
একাদশ জাতীয় সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ সংরক্ষিত মহিলা সংসদ সদস্যরা আজ বুধবার এমপি হিসেবে শপথ নিচ্ছেন। গত ৩০ জানুয়ারি নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হলেও সংসদের সংরক্ষিত মহিলা আসনগুলো এতদিন ফাঁকা ছিল। আগামী ২৪ ফেব্রুয়ারি রবিবার সংসদ অধিবেশনে ফাঁকা চেয়ারগুলো ফের ভরে উঠবে নতুনদের আগমনে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজ বুধবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের নিচতলায় শপথ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করাবেন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর মধ্য দিয়ে পূর্ণতা পেতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ সংরক্ষিত মহিলা এমপির নামে গেজেট প্রকাশ করা হয়। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে স্পীকারের কাছে শপথ নেয়ার বাধ্যবাধকতা রয়েছে।
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে নবনির্বাচিতদের মধ্যে আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির ৪ জন, ওয়ার্কার্স পার্টির ১ জন ও স্বতন্ত্র ১ জন রয়েছেন। দলগুলোর প্রাপ্ত সাধারণ আসনের সংখ্যানুপাতে বণ্টনকৃত নারী আসনে বিএনপির একটি আসন পাওয়ার সুযোগ রয়েছে। তবে দলটি থেকে নির্বাচিতরা এখনও শপথ নেয়নি বলে তাদের একটি নারী আসন স্থগিত রয়েছে। তাই প্রার্থী একজন কম হয়েছেন।
আওয়ামী লীগের ৪৩ জন সংরক্ষিত মহিলা এমপিরা হচ্ছেন- ঢাকা থেকে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, শিরীন আহমেদ, জিন্নাতুল বাকিয়া, শবনম জাহান শিলা ও নাহিদ ইজহার খান। চট্টগ্রাম থেকে খাদিজাতুল আনোয়ার ও ওয়াশিকা আয়েশা খানম। কক্সবাজার থেকে কানিজ ফাতেমা আহমেদ, খাগড়াছড়ি থেকে বাসন্তী চাকমা, কুমিল্লা থেকে আঞ্জুম সুলতানা ও অ্যারমা দত্ত। ব্রাহ্মণবাড়িয়া থেকে উম্মে ফাতেমা নাজমা বেগম, গাজীপুর থেকে শামসুন্নাহার ভূঁইয়া ও রুমানা আলী। বরগুনা থেকে সুলতানা নাদিরা, জামালপুর থেকে হোসনে আরা, নেত্রকোনা থেকে হাবিবা রহমান খান (শেফালী) ও জাকিয়া পারভীন খানম।
পিরোজপুর থেকে শেখ এ্যানী রহমান, টাঙ্গাইল থেকে অপরাজিতা হক, সুনামগঞ্জ থেকে শামীমা আক্তার খানম, মুন্সীগঞ্জ থেকে ফজিলাতুন নেসা, নীলফামারী থেকে রাবেয়া আলীম, নরসিংদী থেকে তামান্না নুসরাত বুবলী, গোপালগঞ্জ থেকে নার্গিস রহমান, ময়মনসিংহ থেকে মনিরা সুলতানা, ঝিনাইদহ থেকে খালেদা খানম, বরিশাল থেকে সৈয়দা রুবিনা মিরা, পটুয়াখালী থেকে কাজী কানিজ সুলতানা, খুলনা থেকে গ্লোরিয়া ঝর্ণা সরকার, টাঙ্গাইল থেকে খন্দকার মমতা হেনা লাভলী, দিনাজপুর থেকে জাকিয়া তাবাসসুম, নোয়াখালী থেকে ফরিদা খানম (সাকী), ফরিদপুর থেকে রুশেমা বেগম, কুষ্টিয়া থেকে সৈয়দা রাশেদা বেগম। মৌলভীবাজার থেকে সৈয়দা জোহরা আলাউদ্দিন, রাজশাহী থেকে আদিবা আনজুম মিতা, চাঁপাইনবাবগঞ্জ থেকে ফেরদৌসী ইসলাম জেসী, শরিয়তপুর থেকে পারভীন হক সিকদার, রাজবাড়ী থেকে খোদেজা নাসরীন আক্তার হোসেন, মাদারীপুর থেকে তাহমিনা বেগম, পাবনা থেকে নাদিয়া ইয়াসমিন জলি এবং নাটোর থেকে রতœা আহমেদ। অন্যদের মধ্যে জাতীয় পার্টির সালমা ইসলাম, মাসুদা এম রশিদ চৌধুরী, রওশন আরা মান্নান ও নাজমা আকতার রয়েছেন। ওয়ার্কার্স পার্টির মহিলা এমপি নির্বাচিত হয়েছেন দলটির সভাপতি রাশেদ খান মেননের স্ত্রী লুৎফুন নেসা খান। আর স্বতন্ত্র থেকে এমপি নির্বাচিত হয়েছেন সেলিনা ইসলাম।