নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট এর উদ্যোগে এম জি ওয়েলফেয়ার ট্রাস্ট এবং সন্ধানী এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট সিলেট এর সহযোগিতায় ১৫ ফেব্র“য়ারী শুক্রবার নবীগঞ্জ উপজেলার ৪ নং দীঘলবাক ইউনিয়নের মাধবপুর ও গালিম পুর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসায় দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে।
ক্যাম্প পূর্ব আলোচনা সভায় সমিতির সহ-সভাপতি ছালেহ আহমদ চৌধুরীর সভাপতিত্বে সমিতির সাধারণ সম্পাদক ও সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবুল ফজল এর পরিচালনায় বক্তব্য রাখেন নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের অন্যতম সহ-সভাপতি ওসমানী মেডিকেল কলেজ হাপতালের এসোসিয়েট প্রফেসর হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. হাবিব উল্লাহ সেলিম, হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা.মো.শুয়াইব আহমদ শোয়েব, লন্ডনস্থ এম জি ওয়েলফেয়ার ট্রাস্টের সহ-সভাপতি আবুল মনসুর চৌধুরী ছানু, সমিতির কার্যকরী সদস্য এডভোকেট মফিজুর রহমান, এডভোকেট জুনেদ আহমদ, মো.ফয়জুল হক,এস আর চৌধুরী সেলিম,ডা.আজাদ আলী সুমন, গোলাম মোস্তফা, সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ, লাল মিয়া তালুকদার, আব্দুল আহাদ, গোলাম মর্তুজা, সাহেদ আহমদ, আবুল বশর, ফুল মিয়া প্রমুখ।
ওসমানী মেডিকেল কলেজ হাপতালের এসোসিয়েট প্রফেসর হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. হাবিবউল্লাহ সেলিম এর নেতৃত্বে এক মেডিকেল টিম প্রায় ৫’শ গরীব রোগীর চিকিৎসাপত্র ও ফ্রী ঔষধ বিতরণের মাধ্যমে সেবা প্রদান করা হয়। নবীগঞ্জ উপজেলা ছাড়াও পার্শ¦বর্তী ওসমানীনগর ও জগন্নাথপুর উপজেলা থেকেও দরিদ্র রোগীরা এ ফ্রি-মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সেবা লাভ এবং অতিথিবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পুরো ক্যাম্প পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। বিজ্ঞপ্তি