স্মরণ সভায় বক্তারা ॥ সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন ক্ষণজন্মা রাজনীতিবিদ

38
সিলেটস্থ দিরাই ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে সুরঞ্জিত সেনগুপ্তের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্ত ক্ষণজন্মা রাজনীতিবিদ ছিলেন। আজীবন শোষিত বঞ্চিত মানুষের পক্ষে দাঁড়িয়ে সংসদ মাতিয়ে রেখেছেন। সুরঞ্জিত সেনগুপ্ত বিহীন সংসদ অনেকটাই নি®প্রাণ। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি অর্জনে তিনি সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছেন। আজন্ম প্রতিকূলতার সাথে সংগ্রাম করে রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ভাটি জনপদের প্রতিনিধি হয়ে জাতীয় আলো ছড়িয়েছেন দীর্ঘকাল। তার রাজনৈতিক আদর্শ এবং ত্যাগের অনন্য ইতিহাস হৃদয়ে ধারণ করার মাধ্যমে তাকে শ্রদ্ধা জানাতে হবে।
সিলেটস্থ দিরাই ছাত্রকল্যাণ পরিষদে উদ্যোগে সুরঞ্জিত সেনগুপ্তের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বক্তারা একথা বলেন।
সভায় পরিষদের আহবায়ক রোবায়েল আহমদ শাকিলের সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা সঞ্জয় চৌধুরীর পরিচালনায় অথিতির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারার) সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, দোয়ারা বাজার উপজেলা পারিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতীক, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক হায়দার চৌধুরী লিটল, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক দেবাংশু দাস মিঠু, ছাতক উপজেলা পারিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, সিলেট জেলা গণতন্ত্রী পার্টির যুগ্মসম্পাদক গুলজার আহমদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিরাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এওর, শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, মিডল্যান্ড যুবলীগের সভাপতি জুবের আলম খুরশেদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি এম রশিদ আহমদ, এডভোকেট রিপা সিনহা, মহানগর শ্রমিকলীগ নেতা এনামুল হক লিলু, অধ্যাপক প্রানকান্ত দাস, অঞ্জলী প্রভা চৌধুরী, আফজাল হোসেন, ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা আবু ছালিম, ছাত্রলীগ নেতা ইমন চৌধুরী, পরিষদের উপদেষ্টা নুর হোসেন চৌধুরী, সাবেক সভাপতি আবুল হাসান পাবেল, সুরঞ্জিত তালুকদার, হাবিব তালুকদার, মেনন রহমান, ইমরান, সূর্য দেব রায়, নাজির, শহিদ, মহানগর ছাত্রলীগ নেতা দ্বীপক অধিকারী, তাপস সুত্রধর, সাঞ্জব আলী, ইমরুল হাসান সজল, এনামুল হক, অপু তালুকদার, রবিউল হাসান, হাবিবুল ইসলাম, তেফায়েল আহমদ, রুমন চৌধুরী সুমন তালুকদার, রুকন, রনি, জয়, শাকিল, ওবায়দুর, শিবুল, জিল্লুর, শুভ, সারওয়ার, মিশু, জবির, আমজাদ, অনুজ, শাহীদ, সাজান, অরুপ, আবির, পল্লব, সজীব, সাজু, দিনু, সাইফুল, তুহিন, তপন, চন্দন, জেনুওয়ার, সৈকত, অরুপ, আলমগীর, আকাশ, প্রনব, রনি, সাইদুর, সজীব প্রমুখ। বিজ্ঞপ্তি