কবি আফজাল চৌধুরীর মধ্যে ছিল বিশ্বাস এবং কর্মের অপূর্ব সম্মিলন – হায়াতুল ইসলাম আকঞ্জি

37

সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহ. হায়াতুল ইসলাম আকঞ্জি বলেছেন, কবি আফজাল চৌধুরী শাশ্বত সুন্দর জীবনদর্শনে আলোকিত এক নির্ভীক, অকুতোভয় ব্যক্তিত্ব ছিলেন। তাঁর সাহিত্য সাধনায় সার্বজনীন বিশ্বাস এবং কর্মের ছিল অপূর্ব সম্মিলন। নতুন প্রজন্ম তাঁকে যতই জানবে, ততই সমৃদ্ধ হবে। তাদের মন ও মনন সত্যের আলোয় উদ্ভাসিত হবে। একজন আলোকিত শিক্ষক হিসেবেও আলোর দ্যুতি ছড়িয়ে নিজেই স্মরণীয় হয়ে আছেন।
কবি আফজাল চৌধুরী ফাউন্ডেশন, সিলেট-এর উদ্যোগে কল্যাণব্রতের কবি আফজাল চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফাউন্ডেশনের সভাপতি শিক্ষাবিদ কবি কালাম আজাদের সভাপতিত্বে গত সোমবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের সদস্য সচিব কবি মুকুল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি ও শিক্ষাবিদ লে. কর্ণেল (অব.) সৈয়দ আলী আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইংরেজি দৈনিক দ্যা ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর ডাইরেক্টর কবি আব্দুল হান্নান সেলিম, আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ সভাপতি গল্পকার সেলিম আউয়াল, সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, শাবিপ্রবি’র সহকারী রেজিস্ট্রার আহমদ মাহবুব ফেরদৌস, প্রবাসী সাংবাদিক সাঈদ চৌধুরী, কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, অধ্যাপক কবি বাছিত ইবনে হাবীব, সাবেক এপিপি এডভোকেট শাহ আলম মহিউদ্দিন, ছড়াকার এখলাসুর রহমান।
ফাউন্ডেশনের সদস্য প্রাবন্ধিক জাহেদুর রহমান চৌধুরীর স্বাগত বক্তব্যে স্মরণসভার শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন কবি আফজাল চৌধুরীর পুত্র, মদনমোহন কলেজের প্রভাষক মুহাম্মদ জিন্নুরাইন চৌধুরী. মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা আবিদ হাসান, আফজাল চৌধুরীর কবিতা আবৃত্তি করেন কবি নাজমুল আনসারী। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হিফজুর রহমান মারুফ, সংগীত পরিবেশন করেন ইমরান আনসারী, মিসবাহ উদ্দিন এবং আব্দুল আলী। এছাড়া স্মরণসভায় সিলেটের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি