পররাষ্ট্রমন্ত্রী দুদিনের সফরে আজ সিলেট আসছেন

34

স্টাফ রিপোর্টার :
২ দিনের সফরে আজ শুক্রবার সিলেট আসছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন। শুক্র ও পরদিন শনিবার দুদিন সিলেটে অবস্থান করবেন তিনি। সফরকালে পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার সন্ধ্যা ৭ টায় রোটারী ইন্টারন্যাশনাল এর ডিষ্ট্রিক্ট কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। শনিবার সকাল ৯ টায় এমসি কলেজে আইডিজি বিতরণ ও আইডিপি প্রশমন সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। বেলা ১১ টায় সিলেট উপজেলা পরিষদ কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। একই দিন সন্ধ্যা ৬ টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বোর্ড সভায় অংশ নিয়ে রাত ৮টার দিকে বিমান যোগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।