বিজ্ঞান চর্চায় বাংলাদেশের শিক্ষার্থীরা অনেক সুনাম বয়ে নিয়ে আসছে -শাবি ভিসি

31

শাবি থেকে সংবাদদাতা :
বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির আয়োজনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের রসায়ন বিভাগের সহায়তায় ৯ম রসায়ন অলিম্পিয়াড সিলেট বিভাগের প্রতিযোগিতা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় মুক্ত মঞ্চে প্রতিযোগীতার উদ্বোধন করেন শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ।
উদ্বোধনকালে বক্তব্যে শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘বিজ্ঞান চর্চায় বাংলাদেশের শিক্ষার্থীরা দেশে বিদেশে অনেক সুনাম বয়ে নিয়ে আসছে। এ রকম অলিম্পিয়াড শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চার ভিত্তিকে আরো সুদৃঢ় করবে ।’
এ সময় ৯ম রসায়ন অলিম্পিয়ডের আহ্বায়ক ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. আশরাফুল আলম বলেন, ‘শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের জন্য এসব অলিম্পিয়াড আয়োজিত হচ্ছে। শিক্ষার্থীরা বিজ্ঞান চর্চা ও গবেষণায় উৎসাহী হলে আমাদের পরিশ্রম সার্থক হবে।’
বৃহত্ত্র সিলেটের ৩৯টি কলেজের প্রায় এক হাজার তিনশত শিক্ষার্থী অলিম্পিয়াডে অংশ নিচ্ছে। এছাড়া দুপুর ৩টায় সেন্ট্রাল অডিটোরিয়ামে সেরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে।