আব্দুল্লাহ আল তুহিন
রৌদ্র ছাড়া হিম-শীতে
ঠান্ডা লাগে গায়ে!
সকালে হলে গাঁয়ের মানুষ
মেতে থাকে চায়ে।
শীতে সখের গীতি গান
সবাই শুনে রাতে,
চিতই-ভাপা মজার পিঠা
খেজুর রসে মাতে।
দুখী কৃষাণ মুখে হাসি
গোলা ভরা দেখে!
চারি-পাশে সোনার ছবি
আমন ধানে আঁকে।
গাছের শাখে ফুলের বাহার
রাত্রি দিনে ফোটে,
মিলে-মিশে গাঁয়ের সবার
সুখের সময় কাটে।