সবাই মিলে দেশকে এগিয়ে নিতে হবে – পরিকল্পনা মন্ত্রী

36
জগন্নাথপুরে চাল বিতরণ করছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।

মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেছেন, সবাই মিলে নিজের দেশকে এগিয়ে নিতে হবে। এ জন্য সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, আমাদের দেশের মানুষ বিশে^র বিভিন্ন দেশে গিয়ে হাড়ভাঙ্গা পরিশ্রম করেন। আমরা যদি নিজ দেশে সেই পরিশ্রম করি, তাহলে দেশ দ্রুত এগিয়ে যাবে।
২৩ জানুয়ারি বুধবার জালালাবাদ এসোসিয়েশন আমেরিকা (ইনকে) এর উদ্যোগে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে দরিদ্রদের মধ্যে চাল বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্র প্রবাসী আবদুস শহীদ ইব্রাহিমের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ রুহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু ও জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ¦ আবদুল মনাফ। বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আলী হোসেন।
এ সময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়া, উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, পৌর কাউন্সিলর আবাব মিয়া, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর, যুক্তরাজ্য প্রবাসী হাজী ইসরাক আলী, জাহাঙ্গীর মান্নান, রবিউল আলম নানু, সুমন চৌধুরী, এলাকার মুরব্বী আজিজ মিয়া, সাবেক মেম্বার আছকন আলী, দিলদার হোসেন দিলু, সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম সাচ্চা, বজলুর রশীদ চৌধুরী, হাজী আবদুল কাইয়ূম, তছির আলী, রব্বানী মিয়া, পৌর আ.লীগের সহ-দপ্তর সম্পাদক মামুন আহমদ, উপজেলা যুবলীগের স্বাস্থ্য সম্পাদক ইব্রাহিম আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না সহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে প্রায় ৬০০টি পরিবারের মধ্যে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।