আব্দুল্লাহ আল তুহিন
গাঁয়ের ঘরে তৈরি হলো
নতুন চালের পিঠা!
ভাপাপিঠা,তেলের পিঠা
খাইতে ভীষণ মিঠা।
গ্রাম জুড়ে নবান্ন মেলা
শীত সকালে ভোরে,
সরষে খেতে ভন ভনিয়ে
ভ্রমর গুলো ওড়ে।
শীতের দিনে ঘুম’টা ভাঙ্গে
মিষ্টি পিঠার ঘ্রাণে!
সোনা ঝরা রোদের সকাল
আবেশ ছড়ায় প্রাণে।
আমার দেশে প্রতি ঋতু
নানান রূপে ঘেরা!
শীতের আমেজ ছেড়েও ভাই
যায় না শহর ফেরা।