স্পোর্টস ডেস্ক :
প্রথম ম্যাচে হারের পর একদিন বিরতি দিয়ে নেমেছিল খুলনা টাইটান্স। কিন্তু ভাগ্য বদলাতে পারেনি তারা। আগের ম্যাচে দারুণ লড়াইয়ের পর হারলেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক ১০৫ রানের ব্যবধানে বিধ্বস্ত হয়েছে তারা। আজই আবার নামতে হবে বিপর্যস্ত খুলনাকে। এবার অবশ্য প্রতিপক্ষ হিসেবে টাইটান্সরা পাচ্ছে এক ম্যাচ খেলেই পরাজিত হওয়া রাজশাহী কিংসের। উভয় দলই আজ প্রথম জয়ের সন্ধানে সন্ধ্যা ৫টা ২০ মিনিটে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে। দিনের প্রথম ম্যাচে জয়ে ফেরার লক্ষ্যে চিটাগং ভাইকিংসের মোকাবেলায় অবতীর্ণ হবে সিলেট সিক্সার্স। ম্যাচটি একই ভেন্যুতে দুপুর ১২টা ৩০ মিনিটে শুরু হবে।
গত আসরে একেবারে তলানিতে থেকে বিপিএল শেষ করেছিল চিটাগং। কিন্তু এবার শুরুটা দারুণভাবে হয়েছে তাদের। গত আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে ৩ উইকেটে হারিয়ে চমক দেখায়। এবার দলটি মুশফিকুর রহীমের নেতৃত্বে খেলছে। তবে দলের সবচেয়ে বড় আকর্ষণের নাম মোহাম্মদ আশরাফুল। ২০১৩ সালের দ্বিতীয় বিপিএল আসরের পর আর খেলতে পারেননি ৫ বছর নিষেধাজ্ঞার কারণে। ম্যাচ ফিক্সিংয়ে জড়ানোর অপরাধে পাওয়া সেই নিষেধাজ্ঞা কাটিয়ে এবার প্রথম ম্যাচেই তিনি খেলতে নেমেছিলেন। অবশ্য সেই ম্যাচে ওয়ানডাউনে নেমে মাত্র ৩ রানেই আউট হয়ে ক্রিকেটপ্রেমীদের হতাশ করেছেন। আজ তার দিকে আরেকবার প্রত্যাশা নিয়ে তাকিয়ে থাকবে ক্রিকেটপ্রেমীরা। ব্যাটসম্যানরা ভাল করতে না পারলেও লো-স্কোরিং ম্যাচটিতে শেষ পর্যন্ত জয়ী হয়েই মাঠ ছাড়তে পেরেছে। এর কারণ স্থানীয় পেসার খালেদ আহমেদ এবং দক্ষিণ আফ্রিকার রবার্ট ফ্রাইলিঙ্ক ও অফস্পিনার নাঈম হাসান দুর্দান্ত বোলিং করেছিলেন। কিপটে বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের আটকে রাখতে পেরেছিলেন। তাই আজও বোলারদের দিকে তাকিয়ে থাকবেন মুশফিক। মাঝে তিনদিন বিরতি পেয়ে নিজেদের ভুলগুলো ভালভাবে শোধরানোর অনুশীলনটাও করতে পেরেছে চিটাগং। এ বিষয়ে দলের মূল পেসার আবু জায়েদ রাহী বলেন, ‘দলের ক্রিকেটারদের প্রতি আমাদের অনেক বিশ্বাস আছে। প্রথমে যখন দল গোছানো হয়েছিল তখন মনে হয়েছিল দল ওতটা ভারসাম্যপূর্ণ না। কিন্তু প্রথম ম্যাচ জয়ের পর মনে হচ্ছে দলে অনেক ভারসাম্য আছে এবং আমাদের আত্মবিশ্বাস আরও বেড়েছে।’ অধিনায়ক হিসেবে ডেভিড ওয়ার্নার বিপিএলে যাত্রা শুরু করেছেন। বল টেম্পারিং কা-ে অস্ট্রেলিয়ার এ নিষিদ্ধ মারকুটে ওপেনার অবশ্য প্রথম ম্যাচেই মিরপুরের বৈচিত্র্যময় উইকেটে পরাজয়ের গ্লানিতে ডুবেছেন। যদিও পাকিস্তানী পেসার মোহাম্মদ ইরফান, আল-আমিন হোসেন ও নেপালী লেগস্পিন বিস্ময় সন্দ্বীপ লামিচানে দারুণ বোলিং করে সিলেটকে লড়াইয়ে রেখেছিলেন। এবার তাই ব্যাটিংয়ে ভাল করার দিকেই মনোযোগী সিলেট। সোহেল তানভীর, ইমরান তাহির, আন্দ্রে ফ্লেচার, নিকোলাস পুরান, ফ্যাবিয়ান এ্যালেনদের মতো দারুণ সব তারকায় সমৃদ্ধ দলটিতে দেশীদের মধ্যে আক্রমণাত্মক ওপেনার লিটন দাস, সাব্বির রহমান আছেন। দলের লক্ষ্য নিয়ে তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব বলেন, ‘প্রথম ম্যাচে রান খুব বেশি করতে পারিনি আমরা। তারপরও অনেক লড়াই করেছি। সেটিকে ইতিবাচক হিসেবে নিচ্ছি। এটিকে ধরে রেখেই পরের ম্যাচে আরও ভাল খেলতে চাই। ওয়ার্নার সবসময় দলের সবার সঙ্গে সম্পৃক্ত থাকছে, যখন অনুশীলন করছি বা হোটেলে থাকছি। সবাইকে সবসময় একসঙ্গে রাখছে, যেটি দলকে খুব সাহায্য করছে।’ ওয়ার্নার ব্যাট হাতে দারুণ কিছু করে এবার দলকেও তাই জেতাতে মুখিয়ে আছেন।
দিনের দ্বিতীয় ম্যাচে টানা দুই হারে বিপর্যস্ত খুলনার সামনে রাজশাহী। প্রথম ম্যাাচে দারুণ ব্যাটিং করে সবাইকে অবাক করে দিলেও জিততে পারেনি খুলনা। আর দ্বিতীয় ম্যাচে একেবারেই বাজে ব্যাটিং করে ১০৫ রানে হেরেছে তারা। বিপিএলের ইতিহাসে হারের ক্ষেত্রে এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধান। মাহমুদুল্লাহ রিয়াদ তাই বেশ চ্যালেঞ্জের মুখে থাকবেন আজ তার দল নিয়ে। কাগজে-কলমেও বেশ দুর্বলতর দল গড়েছে খুলনা। জুনায়েদ সিদ্দিকী ছাড়া আর কারও ব্যাটেই রান নেই। বোলিংয়ে অবশ্য ডেভিড উইজ ও তাইজুল ইসলাম ভাল করছেন সেটিই ভরসা রিয়াদের জন্য। অপরদিকে প্রথম ম্যাচে হেরে যায় রাজশাহী। বিপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের এবার ঘুরে দাঁড়ানোর মিশন। বোলিংয়ের সঙ্গে সঙ্গে ব্যাটিংও ভাল হয়নি তাদের। অথচ দেশীদের মধ্যে সৌম্য সরকার, মুমিনুল হক ও বিদেশীদের মধ্যে মোহাম্মদ হাফিজ আছেন ব্যাটিংয়ে। আর বোলিংয়েও হাফিজ, মিরাজের সঙ্গে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আছেন। আজ এ কয়জনের জ্বলে ওঠার অপেক্ষায় আছে রাজশাহী, সেই সঙ্গে জয় তুলে নেয়ারও।