ছাতকে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রীসহ আহত ২

54

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে আহত হয়েছে। গুরুতর আহত নেওয়ারৃন নেছা (৩৭)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও তার শিশু কন্যা তামান্না বেগম (৫)কে স্থানীয় কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকালে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের কৈতক নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তামান্না বেগম উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের কৈতক গ্রামের সুনুর আলীর স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু তামান্না স্থানীয় মিলেনিয়াম কিন্ডারগার্টেনের শিশু শ্রেনীর ছাত্রী। সকালে মেয়ে তামান্নাকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়ক পারাপারের সময় সুনামগঞ্জগামী একটি দ্রুতগতির এ্যাম্বুলেন্স (নং ঢাকা মেট্রো ছ-৭১-২৪৬১) তাদের ধাক্কা দেয়। এতে মা ও মেয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন চালক শফিকুল ইসলামসহ এ্যাম্বুলেন্সটিকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আটক এ্যাম্বুলেন্স চালক শফিকুল ইসলাম নেত্রকোনা জেলার মদন উপজেলার চানগাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র। এ্যাম্বুলেন্সটি জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনার সত্যতা স্বীকার করেছেন জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নির্মল চন্দ্র দেব।