দান

150

কবির কাঞ্চন

দান করে বড় হবে দুনিয়া-আখিরাতে
এই দান যোগ হবে তোমার ইবাদতে।

ইবাদত করো তুমি মনপ্রাণ ধ্যানে
অন্তর রাখিও সাফ মুক্তহস্ত দানে।

দান করে কেউ যদি মনে কষ্ট পাও
মিছে মিছে তবে কেন সুনাম কুড়াও।

গোপনে করবে দান অন্তরে হেসে
কবুল হতেও পারে সেই দান শেষে।

মনের বাসনা হয় দানে-তে সফল
ঢাকঢোলে করলে দান হবে তা বিফল।

মনেতে সান্ত্বনা পেতে আগে করো দান
গরিব বলে করো না কাউকে অপমান।

আজ যে গরিব কাল সে হতে পারে ধনী
দানে পাবে মনেপ্রাণে সুখেরখনি।