জয়শ্রী মোহন তালুকদার
ঐযে দেখ চেয়ে
শোভন বাবু হাসছে
চাকুরি একটা পেয়ে।
বাবা যে তার গরীব অতি
ঘরে দুটি বোন।
চেষ্টা ছিল বড় হবার
দিবানিশি ভোর।
বিশ^বিদ্যালয়ে পড়ার সময়
একলা ঘরে বসে,
দেশের জন্য ভাবতো সে
পড়ালেখার শেষে।
এখন শোভন চাকুরে
স্বচ্ছল পরিবার
দেশের জন্য করবে কাজ
এই যে তার পণ।
অফিস থেকে ফেরার সময়
শোভন দেখে চেয়ে,
তৃতীয় লিঙ্গের মানুষটিকে
মন্দ কথা বলছে
পাড়ার কয়েকটি ছেলে।
ভয় পেওনা বোন আমার
আমি আছি পাশে,
তোমার ক্ষতি করবে না কেউ
আমি থাকতে পাশে।
এমন সময় পেছন থেকে
আঘাত এসে পড়ে,
শোভনের রক্ত দেহ
মাটিতে গড়িয়ে পড়ে।
সবার কাছে মৃত্যুর আগে
প্রার্থনা শোভন করে
বাঁচতে দিও ওদের তোমরা
সবার মত সমান অধিকারে।