আমাকে নির্বাচন থেকে সরানোর অশুভ চক্রান্ত চলছে – ফজলুল হক আসপিয়া

37

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের বিএনপি মনোনীত ঐক্যফ্রন্টের প্রার্থী এ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া পুলিশের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের হয়রানী ও মামলা ছাড়াই গ্রেফতারের অভিযোগ করেছেন। বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সফিকুল হক, বিএনপি নেতা ফরিদ আহমদ, ফুল মিয়া, জামাল উদ্দিনসহ অনেক নেতাকর্মীকে পুলিশ বিনা অভিযোগই গ্রেফতার করেছে। সোমবার দুপুর সুনামগঞ্জ শহরের কাজিরপয়েন্টস্থ নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে তিনি।
তিনি বলেন, আমাকে নির্বাচন থেকে সরানোর অশুভ চক্রান্ত চলছে, প্রতি মুহূর্তে নানা হুমকির মধ্যে আমাদের প্রচারণা চালাতে হচ্ছে। পুলিশ আমাদের নেতাকর্মীদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছে, মামলা ছাড়াই নেতাকর্মীদের গ্রেফতার করছে, এই গ্রেফতার আতঙ্ক সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। সুষ্ঠু নির্বাচন নিয়েও আমরা সন্ধিহান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল ও পৌর বিএনপির সভাপতি এড. শেরেনূর আলী, এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহসভাপতি নাদীর আহমদ, রেজাউল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আকবর আলী, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, জেলা ছাত্রদলের সভাপতি রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক একে সোহাগ প্রমুখ।