শাফায়েত হোসেন
একাত্তরের বুকটা জুড়ে
ছিল কালো রাত,
ভেঙে ছিল হাত,
রক্তে রঙিন লাল সবুজে
জেগে উঠল প্রভাত।
অস্ত্র ধরে দেশের মানুষ
বীর সেনানির বেশে,
আমার সোনার দেশে,
আকাশ-বাতাস ভারি করে
বিজয় আসল হেসে।
পাকিস্তানি অস্ত্র চালায়
বাংলা মায়ের বুকে,
কাঁদে মানুষ দুখে,
স্বদেশ প্রেমের টানে সবাই
জীবন দিল সুখে।
নবীন -প্রবীণ গেয়ে উঠল
সোনার বাংলা গানে,
সুরের কলতানে,
বিশ্ব জুড়ে লাল পতাকা
উড়ছে আকাশ-পানে।