আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ১ আসনে বাসদ(মার্কসবাদী) প্রার্থী কমরেড উজ্জ্বল রায় ১৯ ডিসেম্বর লাক্কাতুরা ও কেওয়াছড়া চা বাগানের পথসভায় বক্তব্য রাখেন। পথসভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির আহবায়ক চা শ্রমিক নেতা হৃদেশ মুদি, কেওয়াছড়া বাগানের পঞ্চায়েত সভাপতি মুকুন্দ, মালনিছড়া বাগানের সন্তোষ নায়েক, অজিত রায়, সঞ্জয় কান্ত দাশ প্রমুখ।
পথসভায় কমরেড উজ্জ্বল রায় বলেন, গত ৪৭ বছর ধরে মালিক শ্রেনীর প্রতিনিধিরা দেশ শাসন করেছে। তারা একদিকে মালিকদের স্বার্থ রক্ষা করতে গিয়ে দেশে সাধারণ মানুষের গণতান্ত্রিক সকল অধিকারকে হরণ করছে। রাজনীতিকে এরা মুনাফা লোটার হাতিয়ারে পরিণত করেছে। চা শ্রমিকদের দিকে তাকালে এ সত্য স্পষ্ট হয়ে ওঠে। বর্তমান মহাজোট সরকারের সময় যখন প্রতি কেজি চাল প্রায় ৫০ টাকা, তখন একজন চা শ্রমিকের মজুরি মাত্র ১০২ টাকা। যা দিয়ে কোন ভাবে জীবন ধারণ করা যায় না।শুধু তাই নয় এখনও চা শ্রমিকরা প্রায় দাসোচিত জীবন যাপন করছে। বাগানের মুনাফার অংশ শ্রমিকদের প্রাপ্য হলেও তা দেওয়া হয় না, নেই কোন গোষ্ঠি বীমা, তমাস শিক্ষানবিশ থাকার পরও শ্রমিকদের স্থায়ী নিয়োগ করা হয় না। চা শ্রমিকদের নেই কোন নিয়োগ পত্র। প্রতি সপ্তাহে শুধু পাতার ওজন কম দেখিয়ে ৩১ লক্ষ টাকা চা শ্রমিকদের ঠকানো হয়। শুধু তাই নয়, চা শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জলের তীব্র সংকট রয়েছে। দেড়শতাধিক বছর থেকে চা শ্রমিকরা বাগানে বসবাস করলের তাদের জমির উপর কোন অধিকার নেই। এ সকল সংকটের মূলে আছে মালিকি ব্যবস্থা। এই মালিক শ্রেণির রাজনৈতিক প্রতিনিধি আওয়ামী লীগ- বিএনপি নানা সময় নানা নামে দেশ শাসন করেছে। তারা ভোটের সময় এসে চা শ্রমিকদের অসহায়ত্বকে পুঁজি করে ক্ষমতায় থাকতে কিংবা যেতে চায়। বাসদ (মার্কসবাদী) চা শ্রমিকদের শিক্ষা-স্বাস্থ্য-ভূমি অধিকারসহ বিভিন্ন দাবিতে আন্দোলন পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় সিলেট ১ আসনে কোদাল প্রতীকে নির্বাচন করছে। জনগণের অধিকার আদায়ের শক্তিকে বিকশিত করতে কোদাল মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
এছাড়া গণসংযোগ কালে উপস্থিত ছিলেন, রুবেল মিয়া, প্রসেনজিৎ রুদ্র, সাদিয়া নোশিন তাসনিম, তৌহিদুজ্জামান জুয়েল, লক্ষ্মী পাল, ফাহিম আহমেদ চেীধুরী, আল আমিন ,বিশ্বজিৎ শীল, শেখ শামসোজ্জামান কাঞ্চন, তানজিনা বেগম, আসিফ রহমান,রাফি, শাওন,খায়ের,সানজিদা, ইকরাম,পিনাক, সজীব প্রমুখ। বিজ্ঞপ্তি